চট্টগ্রামে বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ একজনসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার মেরিনাসর্ রোডে ওই ঘটনায় গ্রেপ্তার দুইজন পেশাদার ছিনতাইকারী বলে দাবি পুলিশের। গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার মো. মাসুদ ওরফে কালা মাসুদের (২৭) বিরুদ্ধে হত্যা, ধষর্ণ, ছিনতাইসহ অন্তত ছয়টি মামলা আছে বলে জানিয়েছেন কোতোয়ালির ওসি মোহাম্মদ মহসিন। তার ডান হঁাটুতে গুলি লেগেছে। আর গ্রেপ্তার মো. জুম্মন হোসেন (২২) ছিনতাইয়ে ব্যবহার করা অটোরিকশাচালক। তাদের কাছ থেকে একটি দেশি বন্দুক, গুলি, দুটি কাতুের্জর খোসা এবং দুটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি মহসিন। তিনি বলেন, গ্রেপ্তার দুইজন রাতে ও ভোরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নগরীর বিভিন্ন সড়কে ঘুরে বেড়ায়। সুবিধামতো কাউকে পেলে অস্ত্র দেখিয়ে মালামাল ছিনিয়ে নেয়। রাতে এই চক্রটি ছিনতাইয়ের কাজে বের হয়েছে খবর পেয়ে কোতোয়ালি থানার একটি টহল দল মেরিনাসর্ রোডে অভিযানে যায়। এ সময় একটি অটোরিকশা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে আত্মরক্ষায় পুলিশও গুলি চালায়। পরে মাসুদ ও জুম্মনকে গ্রেপ্তার করা হয়। এই দলটিতে আরও কয়েকজন আছে বলে জানান ওসি মহসিন। তারা পঁাচজন ছিনতাইয়ে বের হয়েছিল। গোলাগুলির সময় তিনজন পালিয়ে যায়। ওসি বলেন, গত ১৫ দিনে এই চক্রটি কোতোয়ালি এলাকায় দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেপ্তাররা। এর মধ্যে গত ২০ অক্টোবর ভোরে জামালখান মোড়ে ঢাকা থেকে চট্টগ্রাম আসা এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে বাধা দেয়ায় ছুরিকাঘাত করে। এ ছাড়াও গত শনিবার বোস ব্রাদাসর্ মোড়ে এক ব্যক্তির টাকা ছিনিয়ে নেয় চক্রটি। একই রাতে পাহাড়তলী থানা পুলিশ সিগন্যাল কলোনি জামে মসজিদ এলাকা থেকে এক ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।