বিএনপি অন্দোলনে পরাজিত, এবার সংলাপেও: মেনন

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বিএনপি রাজপথে আন্দোলনের পাশাপাশি ঐক্যফ্রন্টের সঙ্গে মিলে সংলাপে অংশ নিয়েও পরাজিত হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের ওয়াকার্সর্ পাটির্র সভাপতি রাশেদ খান মেনন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়াসর্ ইনস্টিটিউটশন (আইডিইবি) মিলনায়তনে বৃহস্পতিবার আইডিইবির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কীর শোভাযাত্রা উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ঐক্যফ্রন্টের ঘাড়ে ভর দিয়ে বিএনপি সংলাপের নামে আন্দোলনের পথ খুঁজছিল। তারা ভেবেছিল সংলাপে প্রধানমন্ত্রী সাড়া দেবেন না এবং সেই অজুহাতে তারা আন্দোলনেও নেমে পড়বে। কিন্তু প্রধানমন্ত্রী তাদের সংলাপে ডেকেছেন, দাবিও মেনে নিয়েছেন। এখন বিএনপি দিশেহারা হয়ে পড়েছে। তারা আন্দোলনে যেতে চাচ্ছে কিন্তু নতুন কোনো ইস্যু পাচ্ছে না। আন্দোলনের নতুন কোনো ইস্যু না পেয়ে বিএনপি তাদের দলীয় প্রধানের মুক্তির দাবি তুলছে বলে মনে করেন সমাজকল্যাণমন্ত্রী মেনন। তিনি বলেন, ‘তারা (বিএনপি) এখন তাদের নেত্রীর মুক্তির ব্যাপারে কথা বলছে। কিন্তু তাদের নেত্রীতো ১/১১’র সময় এতিমের টাকা আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত। সুতরাং সেখানেও তাদের কোনো লাভ হচ্ছে না। কাজেই তারা এখন আন্দোলনে পরাজিত, সংলাপেও পরাজিত এবং জাতীয় নিবার্চনেও পরাজিত হবে।’ সারাদেশে আইডিইবির ৫ লাখ প্রকৌশলী শিক্ষাথীর্ রয়েছে জানিয়ে মেনন বলেন, এই বিরাট সংখ্যক নবীন প্রকৌশলীদের নানারকম উদ্ভাবনীতে দেশের কৃষি, শিল্পায়ন ও অথৈর্নতিক ক্ষেত্রে ব্যাপক পরিবতর্ন হবে বলে মনে করি। আমাদের সরকার এই নবীন প্রকৌশলীদের সঙ্গে আগেও ছিল ভবিষ্যতে ক্ষমতায় এলে পাশেই থাকবে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিইবির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ বক্তব্য দেন।