সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
পুলিশ পরিচয়ে রুবেলের চাঁদাবাজি ম যাযাদি ডেস্ক চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফবাদ এলাকা থেকে দেশীয় একটি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ ও এক হাজার পিস ইয়াবাসহ মো. রুবেলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল সাতকানিয়ার পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকার সুলতান আহমেদের ছেলে। রুবেল নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করতেন বলে নিশ্চিত করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, রুবেল একজন পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরেই পুলিশ পরিচয়ে এলাকায় চাঁদাবাজি, পাহাড় ও খাস জমি দখল, জুয়ার আসর বসানোসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। রুবেলের বিরুদ্ধে তিনটি মামলার বিচারকাজ চলছে। শ্রমিকদের মজুরি পুনর্র্নির্ধারণের দাবি ম যাযাদি রিপোর্ট জীবন-যাপনের ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের মজুরি পুনর্র্নির্ধারণের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। এ সময় শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও হয়রানি বন্ধ করাসহ কর্মস্থলে শ্রমিকের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি। সমাবেশে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার বলেন, 'শেখ হাসিনার বর্তমান সরকার শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ধার্য করেছিল ৮ হাজার টাকা। আমাদের শ্রমিক সংগঠনগুলোর দাবি ছিল সর্বনিম্ন ১৬ হাজার টাকা দিতে হবে। কিন্তু কেন দিতে পারছে না। আজকে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীরা কত টাকা বেতন পান, বেতনের কথা বাদই দিলাম, তাদের ওভারটাইমও অবিশ্বাস্য।' গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক ও গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কার্যকরী সভাপতি শামীম ইমাম, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বিপস্নবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সাধারণ সম্পাদক বিপুল কুমার দাস, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান অপু, মিরপুর শিল্পাঞ্চল কমিটির সভাপতি ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মনির হোসেন প্রমুখ।