‘হাড় ভেঙে’ রাশেদ খান মেনন হাসপাতালে

প্রকাশ | ০৬ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন Ñযাযাদি
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের বঁা পায়ের হাড় ভেঙে গেছে। বৃহস্পতিবার সকালে হঁাটার সময় রাস্তায় পিছলে পড়ে এ দুঘর্টনা ঘটে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কমর্কতার্ মো. মাইদুল ইসলাম প্রধানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আহত মন্ত্রীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভতির্ করা হয়েছে বলেও জানান মাইদুল। মাইদুল ইসলাম বলেন, সমাজকল্যাণমন্ত্রী বৃহস্পতিবার সকাল সাতটায় ৪ নম্বর মিন্টো রোডের সরকারি বাংলোতে প্রতিদিনের মতো পায়চারি করছিলেন। এ সময় শেওলাযুক্ত রাস্তায় হঠাৎ তিনি পড়ে যান। এতে তার হিপ জয়েনে (কোমরের কাছে পায়ের হাড়ের সংযোগ) প্রচÐ আঘাত লাগে। সকাল আটটায় মন্ত্রীকে স্কয়ার হাসপাতালে নিয়ে এক্স–রে করালে তার বঁা পায়ের হিপ জয়েনের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসক জানান। হাসপাতালের চিকিৎসক অস্ত্রোপচারের নিদের্শনা দিয়েছেন। মাইদুল ইসলাম বলেন, মন্ত্রীকে আগামী তিন দিনের মধ্যে অস্ত্রোপচার করা হবে। তিনি এখন সুস্থ আছেন। ২০১৪ সালে বতর্মান সরকারের দ্বিতীয় মেয়াদে বিমান ও পযর্টনমন্ত্রী হন বাংলাদেশের ওয়াকার্সর্ পাটির্র সভাপতি রাশেদ খান মেনন। চলতি বছরের মন্ত্রিসভার রদবদলের সময় তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়।