দিশারী পরিবহনের বাসচালক দুই দিনের রিমান্ডে

প্রকাশ | ০৬ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রাজধানীর মিরপুরে সড়ক দুঘর্টনার মামলায় দিশারী পরিবহনের বাসচালক হানিফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন মামলার তদন্ত কমর্কতার্ শাহ আলীর থানার উপ-পরিদশর্ক (এসআই) অনুপ কুমার সরকার আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পঁাচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এজাহারে বলা হয়, গত সোমবার সকালে মিরপুরের চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে দিশারী পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন রিকশাযাত্রী মাসুদ রানা। বাসটি মাসুদের রিকশাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এরপরও বাসটি না থামিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যান চালক হামিদ। এ ঘটনায় নিহতের বাবা সৈয়দ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে শাহ আলী থানায় এ মামলা দায়ের করেন।