হাফিজ ইব্রাহিমের টিন আত্মসাৎ মামলা চলবে

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বিতকির্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাই কোটর্। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোটর্ বেঞ্চ রোববার এ রায় দেয়। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটনির্ জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর হাফিজ ইব্রাহিমের পক্ষে শুনানি করেন এ এম মাহবুব উদ্দিন খোকন। পরে ডেপুটি অ্যাটনির্ জেনারেল আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, ত্রাণের ১০০ বান্ডিল ঢেউ টিন আত্মসাতের এ মামলা বাতিল প্রশ্নে এর আগে রুল দিয়েছিল হাইকোটর্। রুলের ওপর শুনানি শেষে আদালত তা খারিজ করে দিয়েছে। ‘একই সঙ্গে এ মামলার কাযর্ক্রমের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে আদালত। ফলে বিচারিক আদালতে মামলা চলতে আইনগত কোনো বাধা নেই।’ খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, আবেদনটি খারিজ করে দিয়ে আদালত মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নিদের্শ দিয়েছে। জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ১৩ জুন ভোলার বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার-সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় থেকে ১০০ বান্ডেল ত্রাণের টিন উদ্ধার করে যৌথবাহিনী।