সাত সদস্য আটক

ব্যাংকে মোটা অঙ্কের টাকা জমার খবর রাখত চক্রটি

প্রকাশ | ০৬ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রাজধানীর উত্তরা থেকে বৃহস্পতিবার ডাকাত ও ছিনতাইকারী দলের সাতজন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে র‌্যাব Ñযাযাদি
কে কখন ব্যাংকে মোটা অঙ্কের টাকা জমা দেবে, তার খবর নিত চক্রটি। পরে সংগঠিত ছিনতাইকারী বাহিনীটি সুযোগ বুঝে টাকা ছিনতাই করত। বাধা পেলে অস্ত্র দিয়ে বা গুলি ছুড়ে টাকা নিয়ে পালিয়ে যেত। এভাবে গাজীপুর জেলার চান্দনা চৌরাস্তা এলাকায় গত ১৩ মে রবি ও বিকাশের দুই এজেন্টকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই করে চক্রটি। সেই চক্রের সাত সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র?্যাব-১)। বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারে র?্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র?্যাব-১-এর উপ-অধিনায়ক মো. রাকিবুজ্জামান। আটক হওয়া ব্যক্তিরা হলেন সাগর বারুই (৩৫), মো. রুবেল (৩৫), মো. বাবুল বাবু (৩৬), মো. আনোয়ার হোসেন (৩৫), স্বপন মাহমুদ (৪৯), মো. ইউসুফ আলী (২৮) ও মো. আনোয়ার হোসেন (২৮)। রাকিবুজ্জামান বলেন, গত ১৩ মে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার উনিশে টাওয়ারের নিচে রবি ও বিকাশের এজেন্ট মো. আসাদুর রহমান আসাদ (২৮) ও ইকবাল হোসেনকে (৩৯) গুলি করে ১৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। এ সময় একই প্রতিষ্ঠানের সুমন নামের একজন কমীর্ আহত হন। ছিনতাইয়ের ঘটনা তদন্ত শুরু করে র?্যাব। রাকিবুজ্জামান আরও বলেন, ওই ছিনতাইকারী চক্র রাজধানীর উত্তরার বিভিন্ন ব্যাংক ও আথির্ক প্রতিষ্ঠান থেকে টাকা ছিনতাই করার উদ্দেশে একত্র হয়েছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে র‌্যাবের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় ছিনতাইকারী চক্রের ওই সাত সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি বিদেশি রিভলবার, ১৬টি গুলি, দুটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ও দুই হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দলনেতা সাগর বারুই বলে জানান তারা। গাজীপুরে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। র?্যাব জানায়, আটক হওয়া সবাই সংঘবদ্ধ ডাকাতদলের সক্রিয় সদস্য। তারা দীঘির্দন রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। আগে থেকেই একটি ছিনতাইকারী দলের সঙ্গে ছিলেন সাগর। সেই দলের নেতা আনোয়ার গত বছর আশুলিয়ায় পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হলে সাগর ছিনতাইকারী চক্রটির নেতৃত্ব দিতে শুরু করেন। তিনি এর আগে ডাকাতি ও ছিনতাই মামলায় দুবার জেলে যান এবং প্রথমবার সাত মাস ও দ্বিতীয়বার দুই মাস জেল খেটে জামিনে বেরিয়ে আসেন। জেলে থাকাকালে সাগরের সঙ্গে ছিনতাইকারী চক্রের অপর সদস্য আনোয়ার হোসেনসহ কয়েকজনের সঙ্গে পরিচয় হয় এবং তিনি তাদের তার সঙ্গে যোগদানের কথা জানান। জেল থেকে বের হয়ে সাগর অনেকগুলো ছিনতাইয়ে অংশ নেন। এ ঘটনায় আটক সাতজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় র?্যাব।