নিবন্ধন পুনঃনিরীক্ষণ চায় গণসংহতি

প্রকাশ | ০৬ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন পুনঃনিরীক্ষার দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলন বিক্ষোভ মিছিল করে Ñযাযাদি
গণসংহতি আন্দোলন বলছে, ভিন্ন কোনো রাজনৈতিক শক্তি যাতে গড়ে উঠতে না পারে এবং দলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সংবিধান পরিপন্থী নিবন্ধন আইন করা হয়েছে। তাই রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য তারা নিবার্চন কমিশনকে পুনঃনিরীক্ষণের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন পুনঃনিরীক্ষণের দাবিতে নিবার্চন কমিশন অভিমুখে মিছিল ও স্মারকলিপি পেশ’ কমর্সূচি পালন করে দলটি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘রাজনৈতিক দল নিবন্ধন আইনের নামে বাংলাদেশে রাজনীতি বিকাশের সমস্ত পথ বন্ধ করা হচ্ছে। এটা এখন মনে হতে পারে নতুন দলের জন্য কিন্তু এটা দেশে একদলীয় শাসন কায়েম করার একটা আইন।’ তিনি বলেন, নিবার্চনে অংশ নেয়া না নেয়া সাংবিধানিক অধিকার। নতুন আইনে বলা আছে, দুবার নিবার্চনে অংশ না নিলে নিবন্ধন বাতিল হবে। কারচুপি, অনিয়ম ও দখলদারির নিবার্চন হলেও এ নিবন্ধন রক্ষার জন্য নিবার্চনে অংশ নিতে হবে। ছোট দলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এ আইন। নিবন্ধন আইন সংবিধানের সঙ্গে সাংঘষির্ক।