মাইনরিটি জনতা পাটির্ থেকে সুকৃতিকে বহিষ্কারের ঘোষণা

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বাংলাদেশ মাইনরিটি জনতা পাটির্র (বিএমজেপি) সাধারণ সম্পাদক সুকৃতি কুমারকে বহিষ্কার করা হয়েছে। বুধবার ক্রাইম রিপোটার্সর্ অ্যাসোসিয়েশনে (ক্রাব) এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শ্যামল কুমার রায় তাকে বহিষ্কারের এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে মাইনরিটি জনতা পাটির্র সভাপতি শ্যামল কুমার রায় বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি বা বিরোধী কোনো দল বা জোটের সঙ্গে মাইনরিটি জনতা পাটির্র কোনো ধরনের সম্পৃক্ততা বা সম্পকর্ নেই। গত ৮ অক্টোবর পাটির্র সাধারণ সম্পাদক সুকৃতি কুমার মÐল ফোরামে কোনো আলোচনা না করে সম্পূণর্ তার ব্যক্তিস্বাথের্ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে যোগদান করেন। যাহা সম্পূণর্ সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি। তারা দ্ব্যথর্হীনভাবে জানাতে চান বাংলাদেশ মাইনরিটি জনতা পাটির্ ২০ দলীয় জোটে যোগদান করেনি। তিনি আরো বলেন, সাধারণ সম্পাদক সুকৃতি কুমার মÐলের শৃঙ্খলা পরিপন্থি এ কাজের জন্য গত ১০ অক্টোবর বিএমজেপি জরুরি মিটিংয়ে বসে। সেখানে নেতাকমীর্রা সাধারণ সম্পাদক এবং দল থেকে সুকৃতি কুমার মÐলের অপসারণ দাবি করেন। তারই পরিপ্রেক্ষিতে সুকৃতি কুমার মÐলকে সাধারণ সম্পাদক এবং সদস্য উভয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে যুগ্ম সম্পাদক গৌতম কুমার এদবরকেও বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। লিখিত বক্তব্যে সভাপতি শ্যামল কুমার রায় আরো বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দল এবং সংগঠনের সঙ্গে তারা আলোচনা করতে আগ্রহী। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্যামল কুমার রায় বলেন, ‘তারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে যেতে আগ্রহী। যদি তাদের ডাকা হয়, তাহলে তারা যাবেন। কিন্তু নিজেদের আগ বাড়িয়ে যাওয়ার ইচ্ছা নেই।’