ঢাবি ঘ-ইউনিটের পরীক্ষা সম্পন্ন

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবষের্র ঘ-ইউনিটের পুনঃভতির্ পরীক্ষা শুক্রবার পরিদশের্ন গিয়ে এক পরীক্ষাথীর্র সঙ্গে কথা বলেন ঢাবি উপাচাযর্ অধ্যাপক আখতারুজ্জামান Ñযাযাদি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র ফঁাসের অভিযোগে বাতিল হওয়া ২০১৮-১৯ শিক্ষাবষের্র ঘ-ইউনিটের পুনঃভতির্ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পযর্ন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের জালিয়াতি আমরা পাইনি। এর আগে ১২ অক্টোবর অনুষ্ঠিত ভতির্ পরীক্ষায় উত্তীণর্ ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষাথীর্ মোট ১৬১৫টি আসনের জন্য লড়াই করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এ ধরণের ইলেক্ট্রনিক যন্ত্র সম্পূণর্ নিষিদ্ধ। প্রসঙ্গত, গত ১২ অক্টোবর ঢাবির সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভতির্ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার শুরু হওয়ার আগেই এতে প্রশ্নপত্র ফঁাসের অভিযোগ উঠে। পরবতীের্ত তদন্তে অভিযোগ প্রমানিত হয়। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির তদন্ত শেষে পুনরায় ভতিের্ত স্বচ্ছতা বজায় রাখতে এই ইউনিটে উত্তীণের্দর পুনরায় ভতির্ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।