নিবার্চন ভবন পরিণত হয়েছে আ’লীগ অফিসে: রিজভী

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী Ñযাযাদি
ভোট সামনে রেখে নিবার্চন কমিশন সব দলকে সমান সুযোগ দেয়ার প্রতিশ্রæতি দিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘বিশেষ সুবিধা’ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তাদের নানা ধরনের তথ্য দিয়ে সুবিধা দেয়া হচ্ছে। আগারগঁাওয়ে নিবার্চন কমিশন ভবনে সরকারি দলের লোকজন অবাধে বিচরণ করছে। এই ভবনটি এখন আওয়ামী লীগের অফিসে পরিণত হয়েছে।’ আওয়ামী লীগের নিবার্চন বিষয়ক উপ-কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবলা নিবার্চন কমিশনের নিজস্ব কমর্কতাের্দর সঙ্গে ‘নিয়মিত অফিস করছেন’ বলেও মন্তব্য করেন রিজভী। ইসি সচিবসহ কমিশনের ঊধ্বতর্ন কমর্কতাের্দর সঙ্গে বাবলার কয়েকটি আলোকচিত্র সংবাদ সম্মেলনে দেখিয়ে রিজভী বলেন, কমিশনের কমর্কতাের্দর ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন আওয়ামী লীগের উপ-কমিটির এই সদস্য। তার ভয়ে তটস্থ কমিশনের বিভিন্ন স্তরের মেধাবী কমর্কতার্রা। গোপনে তথ্য না দিলে সরকারবিরোধী লোক হিসেবে চিহ্নিত করে বদলিসহ নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে থাকেন বাবলা। আমাদের কাছে এরকম অনেক অকাট্য তথ্য প্রমাণ রয়েছে। নিবার্চন কমিশন সচিবের সাথেও তার বিশেষ সখ্যতা রয়েছে। গত দেড় বছরে এ রকম ‘অসংখ্য ঘটনা’ কমিশনের নজরে আনা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন রিজভী। নিবার্চন কমিশনের নিবার্চন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খানের বিরুদ্ধে দলীয় কমর্কাÐে সম্পৃক্ততারও অভিযোগ আনেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী দলের নিবার্হী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাসহ গ্রেপ্তার ৬৮ নেতাকমীের্ক অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান। অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা মুনির হোসেন ও শাহীন শওকত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। হাস্যকর অভিযোগ: আ’লীগ বিএনপি নেতা রিজভীর অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের নিবার্চন বিষয়ক উপ-কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবলা বলেছেন, তিনি নিবার্চন ভবনে যান দলের কাজে, আর সেই কাজ তিনি নিয়ম মেনেই করেন। অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে বাবলা বলেন, নিবন্ধিত দল হিসেবে আমাদের অনেক চিঠি আদান প্রদানের বিষয় থাকে। আর আপনারা সাংবাদিকরাও সেখানে যান, আপনাদের মত আমিও তথ্য নিই। কেউ বলতে পারবে না, কোন তথ্য দেওয়ার জন্য কাউকে কিছু বলেছি। তিনি বলেন, পাটির্র জন্য আচরণ বিধির কপি আনা তো অপরাধ না। বিএনপি আমার বিরুদ্ধে নিলর্জ্জ মিথ্যাচার করেছে। নিবার্চন ভবনকে ‘আওয়ামী লীগের অফিসে’ পরিণত করার অভিযোগের বিষয়ে দৃষ্টি আকষর্ণ করলে দলের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিবার্চন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এর মযার্দা দিতে আওয়ামী লীগ জানে। রিজভীর সমালোচনা করে তিনি বলেন, এটা সম্পূণর্ মিথ্যাচার। একজন জাতীয় নেতার মুখে এমন অসত্য বক্তব্য লজ্জাজনক, অত্যন্ত হাস্যকর। বিএনপির অভিযোগের বিষয়ে নিবার্চনে কমিশনের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।