সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ট্রাকচাপায় চালক নিহত যাযাদি রিপোটর্ ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার বেলা ১১টার দিকে ট্রাকচাপায় জামাল হোসেন (৩৪) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। জামাল সাভার পৌর এলাকায় ভাড়া বাড়িতে থেকে নূরমহল বেকারির ভ্যান চালাতেন। সাভার মডেল থানার ওসি আবদুল আওয়াল জানান, বেলা ১১টার দিকে উলাইল থেকে বেকারির ভ্যান নিয়ে সাভার বাজার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন জামাল। গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রæতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। দীঘিনালায় যুবকের মরদেহ উদ্ধার যাযাদি ডেস্ক খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাছা মেরুং এলাকার একটি জঙ্গল থেকে শুক্রবার সকালে আফজাল আলী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আফজাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাসিন্দা জহুর আলীর ছেলে। দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, গত ১২ নভেম্বর আফজাল দীঘিনালায় তার খালা সেলিনা বেগমের বাসায় যাওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে। জামায়াতের ২ নেতা গ্রেপ্তার যাযাদি ডেস্ক সিরাজগঞ্জের জেলা শহরে জামায়াত সমথির্ত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও বেলকুচির ধুকুরিয়া বেড়া ইউনিয়ন জামায়াতের আমির সানোয়ার হোসেন বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের ওসি মোজহারুল ইসলাম জানান, শহরের নতুন ভাঙ্গাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মকবুল ও বেলকুচির ধুকুরিয়া বেড়া এলাকায় অভিযান চালিয়ে সানোয়ারকে গ্রেপ্তার করা হয়। নাশকতাসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। চারটি পেট্রোল বোমা উদ্ধার যাযাদি ডেস্ক ফরিদপুরের সালথা উপজেলার হাকিম মোল্যার বাড়ির পশ্চিম পাশে মোড় থেকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে চারটি পেট্রোল ও ছয়টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। সালথা থানার ওসি মো. দেলোয়ার হোসেন খান জানান, রাতে পুলিশকে টহল দিতে দেখে কয়েকজন যুবক একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ২৫/৩০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। হুন্ডির ৭ লাখ টাকা উদ্ধার যাযাদি ডেস্ক যশোরের বেনাপোল সীমান্তের সাদীপুর পোতাপোস্ট এলাকায় পাচারের সময় শুক্রবার সকাল ৮টায় হুন্ডির সাত লাখ টাকা উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি। ৪৯ ব্যাটালিয়ন বিজিবির চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালালে এক পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। এসময় ব্যাগের ভেতর হুন্ডির সাত লাখ টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত টাকা বেনাপোল পোটর্ থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত যাযাদি ডেস্ক গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা-রংপুর মহাসড়কের খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধার নাম পরিচয় জানা যায়নি। পলাশবাড়ি থানার ওসি হিফজুল আলম মুন্সি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস পলাশবাড়ির খাদ্য গুদাম এলাকায় ব্যাটারি চালিদ একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা এক বৃদ্ধার মৃত্যু হয়। এ সময় আহত হন ইজিবাইকের চালক। তাকে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করা হয়েছে।