ডিসিরা কেন রিটানির্ং কমর্কতার্ রিটের ফের শুনানি কাল

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
জেলা প্রশাসকদের রিটানির্ং কমর্কতার্ হিসেবে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানী আগামীকাল মঙ্গলবার পযর্ন্ত মুলতবি করেছে হাইকোটর্। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে রোববার হাইকোটের্র বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রোববার রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রহমান। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। গত ৬ ডিসেম্বর জেলা প্রশাসকদের (ডিসি) রিটানির্ং কমর্কতার্ হিসেবে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোটের্ রিট দায়ের করা হয়। রিটে নিবার্চন বন্ধ বা স্থগিতের জন্য কোনো প্রতিকার দাবি না করে শুধু বিভাগীয় কমিশনার ও ডিসিদের পরিবতের্ ইসির আওতাভুক্ত জেলা নিবার্চন কমর্কতাের্দর রিটানির্ং কমর্কতার্ হিসেবে প্রতিস্থাপন চাওয়া হয়। রিটে নিবার্চন কমিশন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। রিটে আরও বলা হয়, জেলা প্রশাসকরা নিবার্চন পরিচালনাকারী হতে পারেন না। কারণ সাংবিধানিক বাধা আছে। সংবিধানের ১২৬ অনুচ্ছেদে বলা হয়েছে, নিবার্চন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নিবার্হী কতৃর্পক্ষের কতর্ব্য হইবে। আর ডেপুটি কমিশনাররা প্রজাতন্ত্রের নিবার্হী বিভাগে কমর্রত আছেন। তাই তারা নিজেরা সরাসরি নিবার্চন পরিচালক হতে পারবেন না। রিটে আরও উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের ৭ অনুচ্ছেদের ৪ দফায় বলা আছে, রিটানির্ং কমর্কতার্রা নিবার্চন পরিচালনা করবেন। কিন্তু ডিসিদের দিয়ে নিবার্চন পরিচালনা সংবিধান সমথর্ন করে না।