বেসরকারি ডেন্টাল কলেজে ভতির্ শুরু ৩ জানুয়ারি

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বেসরকারি ডেন্টাল কলেজ/ডেন্টাল কলেজ ইউনিটে (২০১৮-২০১৯ শিক্ষাবষের্) ছাত্রছাত্রী ভতির্ শুরু হচ্ছে আগামী ৩ জানুয়ারি। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নীতিমালার আলোকে অনুমোদিত ডেন্টাল কলেজ বা ইউনিটে ভতির্র জন্য বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভতির্ বিজ্ঞপ্তি বহুল প্রচারিত দু’টি জাতীয় দৈনিক ও একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হবে। নিজস্ব ওয়েবসাইটেও বিজ্ঞপ্তিটি বাংলা ও ইংরেজি ভাষায় আপলোড করতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে বিডিএস ভতির্ পরীক্ষার লিখিত পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীরা ভতির্ হতে পারবেন। এক্ষেত্রে লিখিত পরীক্ষার ৪০ নম্বর বা তার চেয়ে বেশি প্রাপ্ত ছাত্রছাত্রীদের নম্বরের সাথে প্রাপ্ত জিপিএর নম্বর যোগ করে ভতির্র জন্য মেধা তালিকা প্রণীত হয়েছে। ভতির্র ক্ষেত্রে মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটাতে ভতির্র নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। ছাত্রছাত্রীরা তাদের পছন্দের কলেজে আবেদন করতে পারবেন। ভতির্র ক্ষেত্রে কোনোক্রমেই মেধাক্রম লংঘন করা যাবে না। একাধিক দফায় ভতির্র প্রয়োজন হলে প্রতিবারই মেধাক্রম অনুসরণ করতে হবে। প্রতিবার ভতির্র ক্ষেত্রে ৫ থেকে ৭ দিন সময় দিতে হবে। অসচ্ছল ও মেধাবী কোটায় ভতির্র জন্য ছাত্র-ছাত্রীরা স্বাস্থ্য অধিদপ্তরের নিধাির্রত ফরমে আবেদন করতে পারবেন। ডেন্টাল কলেজ ও ইউনিটগুলো আগামী ১৩ ডিসেম্বর থেকে ভতির্ বিজ্ঞপ্তি প্রদান করতে পারবে। ১৭ ডিসেম্বর থেকে আবেদনপত্র বিতরণ, ২৬ ডিসেম্বর পযর্ন্ত আবেদনপত্র গ্রহণ, প্রাপ্ত সকল আবেদনপত্রের কোটাভিত্তিক পূণার্ঙ্গ তালিকা প্রকাশ, ৩ জানুয়ারি ভতির্ প্রক্রিয়া শুরু, ২৭ জানুয়ারি ভতির্ শেষ হবে। আগামী ৪ ফেব্রæয়ারি ক্লাস শুরু হবে।