‘দৈনিক ৭১ ডট কম’ এর ভারপ্রাপ্ত সম্পাদক ৩ দিনের রিমান্ডে

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে গ্রেপ্তার অনলাইন পত্রিকা ‘দৈনিক ৭১ ডট কম’ এর ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিয়াদ মুহাম্মদ নূরকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কমর্কতার্ রমনা থানার উপ-পরিদশর্ক শওকত আলী খান দুপুরের পর তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী এসএম মুনতাসীর মামুন রিমান্ড আবেদন বাতিল চেয়ে বলেন, ‘আসামি শেখ রিয়াদ মোহাম্মদ নূর অনলাইন পত্রিকা ‘দৈনিক ৭১ ডট কম’ এর ভারপ্রাপ্ত সম্পাদক। তিনি তথ্যের ভিত্তিতে নিউজ করেছেন। মিথ্যা, বানোয়াট ও রাষ্ট্রবিরোধী কোনো নিউজ করেনি।’ শুনানিতে তিনি বলেন, অন্তত পক্ষে রিমান্ড বাতিল করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হোক। অপরদিকে রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কমর্কতার্ (জিআরও) মাহমুদুর রহমান রিমান্ডের দাবি জানান। উভয়পক্ষের শুনানি শেষে তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারের দায়ে অনলাইন পত্রিকা ‘দৈনিক ৭১ ডট কম’ এর ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিয়াদ মুহাম্মদ নূরকে শনিবার (৮ ডিসেম্বর) গ্রেফতার করে র‌্যাব।