ইসিতে গিয়ে নিজেকে ‘দুধ-ভাত’ মনে হলো ববি হাজ্জাজের

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
নিবার্চন কমিশনে নালিশ জানাতে এসে প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলে ঢাকা-৬ আসনে হারিকেন মাকার্র প্রাথীর্ হাজ্জাজ বিন মুসা (ববি হাজ্জাজ) বললেন, ইসির আচরণে নিজের কমীের্দর তার ‘দুধ-ভাত’ মনে হচ্ছে। বহুল আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বড় ছেলে ববি এক সময় ছিলেন জাতীয় পাটির্ চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ উপদেষ্টা। এখন তিনি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান। দলের নিবন্ধন না থাকায় ঢাকা-৬ আসনে তিন প্রাথীর্ হয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের মাকার্ হারিকেন নিয়ে। বুধবার রাজধানীর আগারগঁাওয়ে নিবার্চন ভবনে এসে ববি হাজ্জাজ অভিযোগ করেন, মঙ্গলবার মধ্যরাতে তার কাযার্লয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ওই আসনে জাতীয় পাটির্র প্রাথীর্ কাজী ফিরোজ রশিদের লোকজন। তিনি বলেন, ‘কাজী ফিরোজ রশিদ সাহেব উনার গুÐা বাহিনী দিয়ে আমার গেÐারিয়ার দপ্তর ভাঙচুর করিয়েছেন। আমার নেতাকমীের্দর অত্যাচার করেছেন এবং অনেক ধরনের হুমকি-ধমকি দিয়েছেন। আমার গেÐারিয়ার অফিস দখল করে রেখেছেন তিনি।’ সেই অভিযোগ ইসিতে জানাতে এসে প্রধান নিবার্চন কমিশনারের দেখা পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন ববি। তিনি বলেন, ‘কোনো প্রতিকার তো পেলামই না, কমিশনার দুই মিনিট সময় বের করতে পারেননি যে, আমাদের কিছু একটা বলতে পারেন।’ সিইসিকে না পেয়ে ববি তার অভিযোগের চিঠি দিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদের হাতে। কিন্তু তার কাছ থেকেও কোনো আশ্বাস মেলেনি। তিনি বলেন, ‘সচিব সাহেব কোনো প্রতিকার দিতে পারেননি বা কিছু করেননি। আমাদের কাযার্লয় ভেঙে যাবে, কমীের্দর মারধর করা হবে। আর উনারা বলবেন, দেখবেন দেখবেন। আর কিছু করার উনাদের নেই। নিবার্চন যেন একটা দুধ-ভাত খেলা, আমাদের কমীর্রা যেন দুধ-ভাত।’ একজন প্রাথীর্র কথা যদি নিবার্চন কমিশন না শোনে, তাহলে নিবার্চনে কী ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছেÑ সেই প্রশ্ন তোলেন ববি। তিনি বলেন, ‘নিবার্চন একটা যুদ্ধ ছাড়া কিছুই না, আমরা নোংরাভাবে নিবার্চন করতে চাই না।’