ভোটের পথ খুলল না দুলু-টুকুর

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রুহুল কুদ্দুস তালুকদার দুলু ইকবাল হাসান মাহমুদ টুকু
ভোট করতে পারছেন না সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির প্রাথীর্ ইকবাল হাসান মাহমুদ টুকু ও নাটোর-২ আসনের বিএনপির প্রাথীর্ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাদের মনোনয়নপত্র বাতিলে নিবার্চন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করেছিল হাইকোটর্। ইসির আবেদনের পরিপ্রেক্ষিতে সেই আদেশ স্থগিত করেছিলেন চেম্বার বিচারপতি। সেই স্থগিতাদেশ চলমান থাকবে জানিয়ে সিদ্ধান্ত দিয়েছে দেশের সবোর্চ্চ আদালত। আইনজীবীরা বলছেন, এর ফলে দÐিত ব্যক্তিদের নিবার্চনে অংশগ্রহণের পথ বন্ধই থাকছে। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে নিবার্চন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটনির্ জেনারেল মাহবুবে আলম। ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি, সঙ্গে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন। অন্যদিকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, সঙ্গে ছিলেন আইনজীবী আমিনুল হক হেলাল। এর আগে গত সোমবার ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র গ্রহণ করতে নিদের্শ দেয় হাইকোটর্। তাদের মনোনয়ন বাতিলে রিটানির্ং কমর্কতার্ ও নিবার্চন কমিশনের সিদ্ধান্তের কাযর্কারিতাও স্থগিত করা হয়। এ অবস্থায় তাদের সংসদ নিবার্চনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানান তাদের আইনজীবীরা। তবে মঙ্গলবার হাইকোটের্র আদেশ স্থগিত চেয়ে আবেদন করে নিবার্চন কমিশন। যার ওপর শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাইকোটের্র আদেশ স্থগিত করে আবেদন দুটি বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এরই ধারাবাহিকতায় শুনানি নিয়ে আপিল বিভাগ চেম্বার বিচারপতির দেয়া স্থগিতাদেশ চলমান থাকবে বলে সিদ্ধান্ত জানান।