সন্ত্রাসী-অস্ত্র পরিবহন ঠেকাতে বিশেষ চেকপোস্ট

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, অস্ত্র পরিবহন ঠেকাতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বুধবার বিকালে নগরের প্রবেশমুখ একে খান মোড় এলাকায় এই চেকপোস্ট পরিচালনা করা হয়। বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে প্রবেশকারী এবং চট্টগ্রাম থেকে ঢাকা ও অন্যান্য জেলাগামী বাস, ট্রাক, ছোট যানবাহনে তল্লাশি চালায় পুলিশ সদস্যরা। সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) পংকজ বড়ুয়া ও পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) সদীপ কুমার দাশের নেতৃত্বে তল্লাশিতে অংশ নিয়েছে অধর্ শতাধিক পুলিশ সদস্য। পুলিশ কমর্কতার্ আশিকুর রহমান বলেন, নিবার্চনকে কেন্দ্র করে যাতে কোনো সন্ত্রাসী নাশকতা করতে না পারে, সে জন্য পুলিশের তল্লাশি চলছে। বাস, ট্রাক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্র পরিবহন ঠেকাতে বিশেষ এই চেকপোস্ট বসানো হয়েছে বলেও জানান তিনি।