‘নতুন ভোটারদের হাতেই আগামীদিনের বাংলাদেশ’

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
নতুন ভোটারদের উদ্দেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, ‘তোমাদের হাতেই আগামীদিনের বাংলাদেশ। যে বাংলাদেশের জন্য তোমার পূবর্পুরুষা নিজেদের জীবন উৎসগর্ করেছিল।’ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের এক সেমিনারে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ক’দিন পরেই আমাদের জাতীয় নিবার্চন। তোমাদের হাতেই আগামী দিনের বাংলাদেশটা নিভর্র করবে। যে বাংলাদেশের জন্য তোমার পূবর্পুরুষ, তোমার ভাই, তোমার বাবা, তোমার দাদা নিজের জীবন উৎসগর্ করেছিল। সে বাংলাদেশ থাকবে, কি থাকবে না সেটা আগামী ৩০ তারিখ তোমরাই নিধার্রণ করবে। তোমরা নিধার্রণ করবে কেমন বাংলাদেশ তোমরা আগামীতে দেখতে চাও।’ তিনি আরও বলেন, ‘বুদ্ধিজীবী দিবস নিয়ে গত বছর সম্ভবত গয়েশ্বর চন্দ্র বলেছিলেন, বুদ্ধিজীবীরা বোকা ছিল, বেকুব ছিল। তা না হলে তারা ১৪ তারিখ রাতে কেন বাড়িতে থাকবে।’ ইউজিসির চেয়ারম্যান আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা একদিনের জিনিস না। এটা নিত্যদিনের চচার্র জিনিস। সবচেয়ে বড় পরীক্ষা হবে আগামী ৩০ ডিসেম্বর। সবসময় ইতিহাসের কথা মনে রাখবেন, ইতিহাস আপনাকে মনে রাখবে।’ এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ড. মীজানুর রহমান, কলামিস্ট ড. মিল্টন বিশ্বাস, কলামিস্ট ও ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি এম নজরুল ইসলাম সহ প্রমুখ।