বিমানবন্দরে ছয় কেজি সোনা

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সিলেট ওসমানী আন্তজাির্তক বিমানবন্দরে শনিবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ছয় কেজি ওজনের ৫২টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কতৃর্পক্ষ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। সিলেট কাস্টমস এক্সাইস ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার আহমদ রেজা চৌধুরী জানান, দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইট সকাল ৯টা ১০ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এ সময় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিমানের সিটের ওপর একটি হ্যান্ড লাগেজ থেকে স্কচস্টেপ মোড়ানো প্যাকেটে বারগুলো পাওয়া গেছে। ছয় কেজি ৩২ গ্রাম ওজনের ৫২টি সোনার বারের দাম প্রায় দুই কোটি টাকা।