সুপ্রিম কোটের্র আন্তরিকতায় মুগ্ধ দুই বিদেশি অধ্যাপক

প্রকাশ | ১০ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
সোমবার সুপ্রিম কোটের্র আপিল বিভাগের বিচারকাযর্ প্রত্যক্ষ করেন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভাসিির্টর ল’ স্কুলের প্রফেসর সারা লুলো ও প্রফেসর গ্যাব্রিয়ালা ফানাের্ন্দাজ Ñযাযাদি
যাযাদি রিপোটর্ সুপ্রিম কোটের্র আপিল বিভাগের বিচারকাযর্ প্রত্যক্ষ করেছেন দুই বিদেশি। তারা হলেনÑযুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভাসিির্টর ল’ স্কুলের প্রফেসর সারা লুলো ও প্রফেসর গ্যাব্রিয়ালা ফানাের্ন্দাজ। সোমবার বেলা পৌনে ১১টায় সুপ্রিম কোটের্র রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন এই দুই বিদেশি অধ্যাপককে নিয়ে আপিল বিভাগে প্রবেশ করেন। পরে আদালতের সবার আন্তরিকতায় মুগ্ধ বলে সাংবাদিকদের জানান তারা। এজলাস কক্ষে বেলা ১১টা পযর্ন্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চের বিচার কাযর্ দেখেন তারা। তখন আদালতে খালেদা জিয়ার একটি মামলার রিভিউ শুনানি চলছিল। তার পক্ষে শুনানি করছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। পরে আপিল বিভাগ বিরতিতে গেলে আদালত কক্ষ থেকে বের হন ওই দুই বিদেশি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক সারা লুলো বলেন, ‘আমরা অনেক কিছু শিখলাম, সুপ্রিম কোটের্র বিচারকাযর্ দেখলাম। আইনের শাসন (রুলস অব ল) এবং বিচার বিভাগের কাযর্ক্রম দেখার অংশ হিসেবেই আমাদের আজকের পরিদশর্ন। এখানকার সবার আন্তরিকতায় আমরা মুগ্ধ।