শিশুর বিকাশে অবদানে সাম্মানিক ফেলো দেবে শিশু একাডেমি

প্রকাশ | ১০ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোটর্ শিশুর সামগ্রিক বিকাশ ও উন্নয়নে অবদান রাখা ব্যক্তিকে সাম্মানিক ফেলো দেবে শিশু একাডেমি। এই বিধান রেখে ‘বাংলাদেশ শিশু একাডেমি আইন ২০১৮-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ খসড়ার অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান। তিনি বলেন, ‘১৯৭৬ সালের একটি অধ্যাদেশের মাধ্যমে শিশু একাডেমি পরিচালিত হচ্ছে। উচ্চ আদালতের নিদের্শনার আলোকে সামরিক শাসনামলে প্রণীত অধ্যাদেশ নতুন করে এবং বাংলায় রূপান্তর করা হচ্ছে।’ মন্ত্রিপরিষদ সচিব বলেন, খসড়া আইন অনুযায়ী একাডেমির পরিচালনা ও প্রশাসন বোডের্র ওপর ন্যস্ত থাকবে। একাডেমি যেসব ক্ষমতা প্রয়োগ ও কাজ করতে পারবে বোডর্ও সেগুলো করতে পারবে। ১৭ সদস্যের ব্যবস্থাপনা বোডর্ গঠন করা হবে। খসড়া আইনে ‘সান্মানিক ফেলো’ নামে একটি ফেলোশিপ দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিশুর সামগ্রিক বিকাশ ও উন্নয়নে সম্পৃক্ত ব্যক্তিকে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, শিল্পকলা অথবা সামাজিক বিশেষ ক্ষেত্রে গুরুত্বপূণর্ মৌলিক অবদানের জন্য বিধি দিয়ে নিধাির্রত পদ্ধতিতে সাত সদস্যের একটি কমিটি করে ফেলো দেয়া হবে।’ এখন শিশু একাডেমির শীষর্ কমর্কতার্ পরিচালক হলেও নতুন আইনানুযায়ী মহাপরিচালক নিয়োগ করা হবে জানিয়ে শফিউল আলম বলেন, ‘তিনি সাবর্ক্ষণিক কমর্কতার্ হবেন। তার চাকরির শতর্ বিধি দিয়ে নিধার্রণ করা হবে।’