শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্সেল প্রতারক চক্রের মূলহোতা বিপস্নব লস্কর কারাগারে

ম যাযাদি ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় পার্সেল প্রতারক চক্রের প্রধান বিপস্নব লস্করকে (৩৪) কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুক্রবার মিরপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১২ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মলিস্নক শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পার্সেল প্রতারক চক্রের প্রধান বিপস্নব লস্করসহ ১১ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে