বদলির গণবিজ্ঞপ্তি চান নিবন্ধিত শিক্ষকরা

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
চতুর্থ গণবিজ্ঞপ্তির আগে এনটিআরসিএর সনদপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের জন্য বদলির আলাদা গণবিজ্ঞপ্তি জারির দাবি জানিয়েছেন শিক্ষকরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্প বেতন দিয়ে পরিবার চালানো ও নিজেরা কর্মস্থলে থেকে জীবন পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে দাবি করে তারা দ্রম্নত বদলি চেয়েছেন। শুক্রবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নিবন্ধিত শিক্ষকদের বদলিপ্রত্যাশী ঐক্য পরিষদের মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। মানববন্ধনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর কল্যাণ বোর্ডের সচিব শাহজাহান আলম সাজু বলেন, শিক্ষকদের বদলির বিষয়ে শিক্ষামন্ত্রী নির্দেশনা দিলেও কেন এটি বাস্তবায়ন হচ্ছে না? মূলত এই বদলিতে বাধা কতিপয় আমলা। সংগঠনের সভাপতি তন্ময় রায় জয় বলেন, 'বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকমন্ডলী এক কথায় সরকার তথা রাষ্ট্রের উত্তম ভিত্তি। আর এই শিক্ষা সেক্টরে রয়েছে নানা অসঙ্গতি ও বৈষম্য। এর পৃথিবীর কোথাও কোনো চাকরি নাই, যেখানে বদলি নাই। এই বদলি প্রথা না থাকার কারণে লক্ষাধিক শিক্ষক মানবেতর জীবন অতিবাহিত করছেন।