সংবাদ সম্মেলন

ঢাবি উপাচাযের্র পদত্যাগ চান সুপ্রিম কোটর্ আইনজীবীরা

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
সুপ্রিম কোটর্ আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন সুপ্রিম কোটর্ আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন Ñযাযাদি
কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ‘জঙ্গি’ বলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচাযের্র পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোটর্ আইনজীবী সমিতির নেতারা। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোটর্ আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন। সুপ্রিম কোটর্ আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘অবিলম্বে উপাচাযের্র পদত্যাগ করা উচিত। তাকে প্রমাণ করতে হবে যে, ছাত্ররা জঙ্গি। জঙ্গি হিসেবে এখন কাউকে মেরে ফেলা হলে এর দায় ভিসিকে নিতে হবে।’ সুপ্রিম কোটর্ আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে যখন সবাই যৌক্তিক আন্দোলন হিসেবে স্বীকৃতি দিয়েছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ ছাত্রছাত্রীদের জঙ্গি আখ্যা দিয়ে তাদের জঙ্গি সংগঠনের দিকে ঠেলে দিচ্ছে। কোটা আন্দোলনে জঙ্গি সম্পৃক্ততা রয়েছেÑ এ কথা বলে উপাচাযর্ ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছেন।’ লিখিত এক বক্তব্যে জয়নুল আবেদিন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার অধিকার সবার রয়েছে। কিন্তু ছাত্রছাত্রীদের ঢালাওভাবে জঙ্গি সম্পৃক্ততার কথা বলে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পথ বন্ধ করার আদেশ উপাচাযের্র স্বেচ্ছাচারিতা। এটা তিনি করতেই পারেন না।’ সংবাদ সম্মেলনে কোটা সংস্কারের গেজেট প্রকাশের দাবি জানিয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘প্রধানমন্ত্রীর কোটা বাতিল ঘোষণার পর পুলিশের সামনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের হাতুড়ি দিয়ে পেটাচ্ছে ছাত্রলীগ, প্রকাশ্যে নারীদের নিযার্তন করা হচ্ছে। এ নিয়ে সরকারের কেউ কোনো কথা বলছেন না। আমরা এর নিন্দা জানাই।’ আন্দোলনকারী ছাত্রছাত্রীদের গ্রেপ্তার না করার দাবি জানিয়ে জয়নুল আবেদিন বলেন, ‘আমরা দেখছি, মিথ্যা মামলায় গ্রেপ্তার ছাত্রছাত্রীদের পঁাচ দিন, ১০ দিন করে রিমান্ডে নেয়া হচ্ছে। গ্রেপ্তার করা সব ছাত্রকে বিনা পয়সায় আইনি সহায়তা দেবে সুপ্রিম কোটর্ আইনজীবী সমিতি।’ এ সময় আন্দোলনকারীদের ওপর যারা হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, গোলাম রহমান ভ‚ঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত রোববার নিজ কাযার্লয়ে কোটা আন্দোলন নিয়ে সাংবাদিকদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ (ভিসি) আখতারুজ্জামান বলেন, ‘তালেবান জঙ্গিরা বিভিন্ন গোপন আস্তানা থেকে যে রকম উসকানিমূলক ভিডিও বাতার্ পাঠায়, এর অবিকল উগ্র চরমপন্থি মতাদশীর্ প্রচারণামূলক ভিডিও আমি নিজে দেখেছি।’ উপাচাযর্ বলেন, ‘তালেবান নেতা মোল্লা ওমর এবং ওসামা বিন লাদেনের মতো ভিডিও বাতার্ পাঠানো হচ্ছে।’ তিনি আরও বলেন, জঙ্গিরা যেভাবে শেষ অস্ত্র হিসেবে নারীদের ব্যবহার করে, সেভাবে কোটা আন্দোলনেও ছাত্রীদের ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এসব মেনে নেবে না। ফৌজদারি অপরাধ করলে আইনের শাসন কাযর্কর হতে হবে।