চট্টগ্রামে সুদীপ্ত হত্যায় আরও দুজন গ্রেপ্তার

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন জানান, সোমবার রাতে নগরীর লালখান বাজারের বাঘঘোনা একে খান স্টাফ কোয়াটার্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেনÑরাজীবুল ইসলাম রাজীব (২১) ও মামুনর রহমান রাব্বী (২০)। সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, সুদীপ্ত হত্যা মামলায় এর আগে গ্রেপ্তার ফয়সাল নূর পাপ্পুর জবানবন্দির ভিত্তিতে রাজীব ও রাব্বীকে গ্রেপ্তারে একে খান স্টাফ কোয়াটার্র এলাকায় অভিযান চালান তারা। সুদীপ্ত হত্যার ঘটনায় এ নিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করল পুলিশ। গত বছরের ৬ অক্টোবর নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহসম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় সুদীপ্তর বাবা বাবুল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে মামলা করেন। নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত সুদীপ্তকে হত্যার জন্য নেতাকমীর্রা লালখান বাজার ওয়াডর্ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারীদের দায়ী করে আসছেন। এ ঘটনায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার বাকি ছয়জন হলেনÑমোক্তার, ফয়সাল আহমেদ পাপ্পু, খাইরুল নূর ইসলাম ওরফে খায়ের, আমির হোসেন ওরফে বাবু, রুবেল দে ওরফে চশমা রুবেল ও সালাউদ্দীন ওরফে ডিশ সালাউদ্দীন।