গুলশানে মা-মেয়ে হত্যার প্রতিবেদন ১৩ আগস্ট

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রাজধানীর গুলশানে চাঞ্চল্যকর গারো মা-মেয়ের হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ আগস্ট দিন ধাযর্ করেছেন আদালত। বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধাযর্ ছিল। কিন্তু তদন্তকারী কমর্কতার্ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন নতুন এ দিন ধাযর্ করেন। গত ২০ মাচর্ রাত ৯টার দিকে কালাচঁাদপুর এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানের (৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের একজন গলাকাটা অবস্থায় এবং অন্যজন ঝুলন্ত অবস্থায় ছিলেন। পরদিন ২১ মাচর্ সুজাতার স্বামী আশিষ মানখিন গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সুজাতার বোনের ছেলে সঞ্জিত এবং তার তিন বন্ধুকে আসামি করা হয়।