স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাজলাহাটি গ্রামের নিজ ঘর থেকে বুধবার সকালে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- জহুর উদ্দিনের ছেলে তানজীর হোসেন সম্রাট ও তার স্ত্রী শোভা আক্তার। করিমগঞ্জ থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন, একই ঘরের বিছানায় স্ত্রী শোভা আক্তারকে রক্তাক্ত অবস্থায় ও স্বামী সম্রাটের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রীকে হত্যার পর স্বামী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।