ধমর্ মন্ত্রণালয়কে শ্রেষ্ঠ মন্ত্রণালয় বানাতে চান আব্দুল্লাহ

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
শেখ মো. আব্দুল্লাহ
ধমর্ মন্ত্রণালয়কে শ্রেষ্ঠ মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠা করতে চান নবনিযুক্ত ধমর্ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে ধমর্ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছেন। ধমির্বষয়ক মন্ত্রণালয়কে আমি কাজের মাধ্যমে সব মন্ত্রণালয়ের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠিত করব। আমি দুনীির্ত করব না এবং কাউকে দুনীির্ত করতে দেব না। শনিবার গোপালগঞ্জের বাসভবন সভাকক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সব কথা বলেন। ধমির্বষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনা ধমির্বষয়ক মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। হজযাত্রীদের চোখে আমি পানি দেখতে চাই না। যাদের কারণে হাজি সাহেবদের চোখের পানি ফেলতে হয় আমি তাদের চোখের পানি ফেলতে বাধ্য করব। তিনি আরো বলেন, আমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধমের্র অনুসারীদের জন্য মন্ত্রী। সব ধমীর্য় জনগোষ্ঠীর কল্যাণে সবোর্চ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।