ভাড়াটিয়া সেজে স্বণার্লংকার লুট অচেতন দম্পতি

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
ভাড়াটিয়া সেজে বাসায় ঢুকে বৃদ্ধ এক দম্পতিকে অচেতন করে স্বণার্লংকার লুট করেছেন অজ্ঞানপাটির্র কয়েকজন নারী সদস্য। শনিবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ করাতিটোলা এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভতির্ করা হয়েছে। তারা হলেন এটিএম সোলাইমান (৭০) ও তার স্ত্রী নাজমা বেগম (৫৫)। ওই দম্পতির মেয়ের জামাই তাজুল ইসলাম জানান, করাতিটোলায় নিজেদের পঁাচতলা বাসায় থাকেন তার শ্বশুর-শাশুড়ি। তার শ্বশুর আস্তে আস্তে আমাদের জানান, সকালে তিনজন নারী বাসা ভাড়ার কথা বলে তাদের বাসায় আসেন। পরে তাদের নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে শাশুড়ির পরনের সব গহনা নিয়ে যায়। এতটুকু বলার পর তিনিও অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে দুপুর ১২টার দিকে বাসা থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফঁাড়ির ইনচাজর্ বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় বৃদ্ধ দম্পতিকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভতির্ করা হয়েছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, এ ঘটনার খেঁাজখবর নেয়া হচ্ছে।