ছাড়ের ছড়াছড়ি বাণিজ্যমেলায়

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
ঢাকা আন্তজাির্তক বাণিজ্যমেলায় একটি স্টলে কেনাকাটা Ñযাযাদি
ঢাকা আন্তজাির্তক বাণিজ্যমেলার শুরু থেকেই চলছে ছাড়ের ছড়াছড়ি। ক্রেতাদের আকৃষ্ট করতে পণ্যভেদে ৫ থেকে ৩৫ শতাংশ পযর্ন্ত ছাড় দিচ্ছে বিভিন্ন কোম্পানি। নিদির্ষ্ট পণ্য কিনে বিদেশ ভ্রমণের সুযোগ থাকছে। এ ছাড়া বিকাশের মাধ্যমে কেনাকাটাতেও রয়েছে ১৫ শতাংশ পযর্ন্ত ক্যাশব্যাক। সোমবার রাজধানীর আগারগঁাওয়ে বাণিজ্যমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় ক্রেতা-দশর্নাথীের্দর সমাগম খুব বেশি নয়। তবে পণ্য কেনায় রয়েছে ছাড় আর অফারের ছড়াছড়ি। মেলায় আক্তার ফানির্চার দিচ্ছে ৩৫ শতাংশ পযর্ন্ত মূল্যছাড়। খাট, সোফা, আলমারি, চেয়ার-টেবিল কিনলেই পাওয়া যাবে ৩৫ শতাংশ ছাড়। ভিশন ইলেকট্রনিকসের পণ্য কিনে বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে। বাণিজ্যমেলায় ভিশনের পণ্যে নিদির্ষ্ট ছাড়ের পাশাপাশি এ অফারের ব্যবস্থা রয়েছে। ভাগ্যবান কিছু ক্রেতা নেপাল ও থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পাবেন। প্রাণ ইতালিয়ানো প্যাভিলিয়নে চলছে ৫ থেকে ১০ শতাংশ ছাড়ে গৃহস্থালি পণ্য কেনার সুযোগ। তাছাড়া প্রাণ মসলা ও দুগ্ধজাত পণ্যে রয়েছে ১০ থেকে ২০ শতাংশ ছাড়। কারখানা মূল্যে পণ্য বিক্রি করছে হোমটেক্স। এখানে বিভিন্ন শোরুমের চেয়ে প্রায় এক-তৃতীয়াংশ দরে পণ্য বিক্রি হচ্ছে। শুধু বাণিজ্যমেলা প্রাঙ্গণের স্টলেই এ অফারটি চলবে বলে জানায় স্টল কতৃপর্ক্ষ। এ ছাড়া পণ্য কিনে হীরার গহনা জেতার সুযোগ দিচ্ছে র‌্যাংগস। ক্রেতারাও ছাড়ে পণ্য কিনতে পেরে খুশি। আফিফা নামে এক ক্রেতা বলেন, আমরা বিভিন্ন ছাড়ে গৃহস্থালি পণ্য কিনেছি। মেলায় আরও কিছু জিনিস কেনা বাকি আছে। যদি ছাড়ের মধ্যে মানসম্মত পণ্য পাই তাহলে আজই কেনার ইচ্ছা আছে। র‌্যাংগস ইলেকট্রনিকসের মাকেির্টং ও সেলস ম্যানেজার তানভীর হোসেন বলেন, সনি-র‌্যাংগস ও ডায়মন্ড ওয়াল্ডর্ লিমিটেডের যৌথ বিনিয়োগে পরিচালিত সনি-র‌্যাংগস ডায়মন্ড প্রমোশনের অধীনে টিভি, ফ্রিজ, এসি, ওভেন কিনলেই থাকবে উপহার হিসেবে হীরার নাকফুল, আংটি, কানের দুল, লকেট, নেকলেস সেট। মাসব্যাপী বাণিজ্যমেলার পদার্ নামবে আগামী ৮ ফেব্রæয়ারি। মেলার গেট ও বিভিন্ন স্টল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পযর্ন্ত খোলা থাকছে। প্রাপ্ত বয়স্কদের প্রবেশের জন্য টিকিটের মূল্য নিধার্রণ করা হয়েছে ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। মেলার টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরঁা ও স্টলের মোট সংখ্যা ৬০৫টি। এর মধ্যে প্যাভিলিয়ন ১১০, মিনি-প্যাভিলিয়ন ৮৩ ও রেস্তোরঁাসহ অন্যান্য স্টল ৪১২টি। বাংলাদেশ ছাড়াও ২৫ দেশের ৫২ প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। দেশগুলো হলোÑথাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, সিঙ্গাপুর, মরিশাস, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জামাির্ন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপান।