সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বাড়িতে ঢুকল ট্রাক, বৃদ্ধ নিহত হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বানিয়াচঙ্গে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়িতে ঢুকে পড়লে ফিরোজ আলী (৯০) নামে এক বৃদ্ধ চাপা পড়ে নিহত হন। এ ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১টার দিকে উপজেলার হবিগঞ্জ-হিয়ালা আঞ্চলিক সড়কে এ দুঘর্টনা ঘটে। বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, মালবোঝাই ট্রাকটি হবিগঞ্জ থেকে ইকরাম যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। এ সময় ফিরোজ আলী আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত যাযাদি ডেস্ক গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৬০) নিহত হয়েছেন। সোমবার সকালে রেলও?য়ে পুলিশ তার মর?দেহ উদ্ধার করে। টঙ্গী রেলও?য়ে জংশন ফঁাড়ির উপপ?রিদশর্ক (এসআই) রফিকুল ইসলাম জানান, আরিচপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মর?দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরনে পুরাতন জিন্সের প্যান্ট এবং ছেঁড়া কালো জ্যাকেট রয়েছে। আগুনে পুড়ল যাত্রীবাহী বাস যাযাদি ডেস্ক চট্টগ্রামের বঁাশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানা যায়, বঁাশখালী স্পেশাল সাভিের্সর একটি বাস পেকুয়া টইটং এলাকা থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশে রওনা হয়ে প্রেমবাজার বাসস্ট্যান্ডের কাছাকাছি গেলে ইঞ্জিন বিকল হয়ে যায়। চালক পুনরায় ইঞ্জিন চালু করতে চাইলে বাসটির গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এ সময় যাত্রীরা দ্রæত নেমে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। চট্টগ্রাম ফায়ার সাভির্স অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক জসিম উদ্দিন জানান, বঁাশখালী ফায়ার সাভির্স স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পেঁৗছে আগুন নিয়ন্ত্রণে আনে। ইছামতি থেকে নিখেঁাজ শ্রমিকের মরদেহ উদ্ধার যাযাদি ডেস্ক সিরাজগঞ্জে ইছামতি নদী থেকে আব্দুল আওয়াল (৩০) নামে এক নিমার্ণশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর এলাকায় ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, গত ৩০ ডিসেম্বর থেকে নিখেঁাজ ছিলেন আওয়াল। এ বিষয়ে নিহতের স্ত্রী চায়না খাতুন বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ তদন্ত করে শিয়ালকোল এলাকার পিচ্চি সুলতানের মোবাইল ট্র্যাকিং করে পাওয়া তথ্যে সোমবার দুপুরে ইছামতি নদী থেকে আওয়ালের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি। নিজ ঘরে যুবকের হাত বঁাধা মরদেহ যাযাদি ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ায় রকিব মিয়া (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রকিব দজির্র কাজ করতেন বলে জানিয়েছেন সদর মডেল থানার ইন্সপেক্টর সোহাগ রানা। তিনি জানান, রকিবের বাবা ও বড় দুই ভাই লেবানন প্রবাসী। বাড়িতে সৎমা জান্নাতের সঙ্গে থাকতেন রকিব। সকালে জান্নাত নাশতা নিয়ে রকিবের ঘরে গিয়ে তাকে ফঁাসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের দুই হাত গামছা দিয়ে বঁাধা ছিল। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাÐ সেটি তদন্ত করা হচ্ছে। আখাউড়ায় মাদক বিক্রেতা আটক যাযাদি ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩১০ পিস ইয়াবা, ২০ বোতল স্কাফ, ১১ পিস পেথিডিন (বুপ্রেনরফিন) ইনজেকশনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছেন র?্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। রোববার দিবাগত রাতে র?্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিকালে উপজেলার কৌরাতলী গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে জানানো হয়। আটককৃতরা হলেন জুম্মান মিয়া (২২) ও যুবায়ের আহমেদ জনি (২০)। চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র?্যাবের একটি দল জুম্মান মিয়ার বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করে।