চলতি মাসেই বন্ধ সাতদিনের নিচে ইন্টারনেট প্যাকেজ

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
আগামী ২৭ জানুয়ারি থেকে মোবাইল ফোনের সাতদিনের নিচের ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার বিটিআরসি ভবনে টেলিকম রিপোটাসর্ নেটওয়াকর্ বাংলাদেশের (টিআরএনবি) সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক এ তথ্য জানান। বিটিআরসি এর আগেও সাতদিনের নিচের প্যাকেজ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছিল। তবে, সে নিদের্শ স্থগিত রাখা হয়। জহুরুল হক বলেন, বেশিরভাগ মোবাইল ফোন কোম্পানির অনেক প্যাকেজ চালু থাকায় তাৎক্ষণিকভাবে তা কাযর্কর করা যায়নি। এসব প্যাকেজের সব ফেব্রæয়ারির শুরুতে শেষ হয়ে যাবে। তাই চলতি মাস থেকেই মোবাইল ফোনের সাতদিনের নিচের ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না। বিটিআরসির একজন কমর্কতার্ বলেন, চলতি প্যাকেজের ডেটা শেষ না হলে তা পরবতীর্ ছয়টি সাইকেল (প্যাকেজ) পযর্ন্ত ব্যবহার করা যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। টিআরএনবি সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বিটিআরসির কমিশনার ও ঊধ্বর্তন কমর্কতার্রা উপস্থিত ছিলেন। সভায় বিটিআরসি চেয়ারম্যান বিগত এক বছরের অজর্ন তুলে ধরেন।