সচিবালয় এলাকায় ডিএসসিসির উচ্ছেদ অভিযান

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
রাজধানীর সচিবালয় এলাকায় অবৈধ স্থাপনা ও দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সচিবালয়ের পাশাপাশি পল্টন ও জাতীয় প্রেসক্লাবের আশপাশের সড়কেও চালানো হয় এ উচ্ছেদ অভিযান। বুধবার দুপুরে ডিএসসিসির নিবার্হী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে জিরো পয়েন্ট থেকে সচিবালয় হয়ে প্রেসক্লাব পযর্ন্ত বিভিন্ন অবৈধ স্থাপনা এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। এ সময় প্রায় ৬০ থেকে ৬৫টি স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। মাসুদ রানা বলেন, অবৈধভাবে দখল করা জায়গা দখলমুক্ত করতেই এ অভিযান। বিশেষ করে সচিবালয়ের পশ্চিম ও দক্ষিণ পাশের সড়ক এবং প্রেসক্লাব লাগোয়া ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হোটেল উচ্ছেদ করছেন তারা। শুধু উচ্ছেদ করে চলে যাচ্ছেন না বরং কিছুক্ষণ পরপরই সড়কগুলোতে নজর রাখছে তাদের লোকেরা। তারা চলে যাওয়ার পর আবারও যদি কেউ বসার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মাসুদ রানা আরও জানান, এখন পযর্ন্ত এই উচ্ছেদ অভিযানে কাউকে আটক বা অথর্ জরিমানা করা হয়নি। অবৈধ স্থাপনার বিরুদ্ধে এমন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।