সাংবাদিকদের স্বাথর্রক্ষায় ভ‚মিকা রাখবে জাপা: রাঙ্গা

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
বুধবার জাতীয় পাটির্ চেয়ারম্যানের বনানী কাযার্লয়ে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণ করেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা Ñযাযাদি
একাদশ জাতীয় সংসদে বিরোধীদল হিসেবে ‘কাযর্কর’ ভ‚মিকা রাখার প্রতিশ্রæতি দেয়া জাতীয় পাটির্ সাংবাদিকদের স্বাথর্রক্ষায়ও ভ‚মিকা রাখবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। বুধবার দুপুরে পাটির্ চেয়ারম্যানের বনানী কাযার্লয়ে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণে এসে তিনি বলেন, ‘গণমানুষের কথা বলতে এবং সাংবাদিকদের স্বাথর্রক্ষায় জাতীয় পাটির্ গুরুত্বপূণর্ ভ‚মিকা রাখবে।’ দশম জাতীয় সংসদের শেষভাগে এসে আওয়ামী লীগ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে। যে আইনের ৩২ ধারায় সরকারি গোপনীয় তথ্য-উপাত্ত ডিজিটাল উপায়ে ধারণ, স্থানান্তর বা সংরক্ষণ করা এবং এতে সহায়তাকে গুপ্তচরবৃত্তির অপরাধ হিসেবে গণ্য করে ১৪ বছরের কারাদÐ বা ২৫ লাখ টাকা জরিমানার কথা বলা হয়েছে। এই ধারা অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করবে বলে আসছিলেন গণমাধ্যমকমীর্রা। জাতীয় পাটির্ চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও এতে সায় দিয়েছিলেন এক সভায়। রাঙ্গা বলেন, ‘সংবিধান অনুযায়ী, জাতীয় পাটির্ সংসদে বিরোধীদলের ভ‚মিকা পালন করবে। জাতীয় পাটির্ বিরোধীদলের ভ‚মিকায়ই থাকবে। দেশের মানুষের প্রতিদিনের সমস্যার কথা জাতীয় পাটির্র সংসদ সদস্যরা সংসদে তুলে ধরবেন।’ ‘শক্ত বিরোধী’ দলের ভ‚মিকা রেখে জাতীয় পাটির্ দেশের সাধারণ মানুষের ‘আস্থা অজর্ন’ করবে বলেও প্রতিশ্রæতি দেন মসিউর রহমান রাঙ্গা। ফরম বিতরণে ছিলেন জাতীয় পাটির্র প্রেসিডিয়াম সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পারভিন তারেক লিজা, কেন্দ্রীয় নেতা মো. মোহিবুল্লাহসহ আরও অনেকে। গত ৯ জানুয়ারি সংরক্ষিত নারী আসনে চারজন নারী নেত্রীর নাম ঘোষণার পর জাপায় দেখা দিয়েছিল ক্ষোভ ও অসন্তোষ। পরে সিদ্ধান্ত বদলে ১৫ জানুয়ারি রাতে জাপা জানায়, মনোনয়ন ফরম বিতরণ তারা উন্মুক্ত রাখছেন। সংরক্ষিত নারী আসনে জাপার মনোনয়ন ফরমের দাম রাখা হয়েছে ১০ হাজার টাকা। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নিবার্চন আইন ২০০৪ অনুযায়ী, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে প্রতি আসনের বিপরীতে সংরক্ষিত আসন দঁাড়ায় শূন্য দশমিক ১৬৭টি। এবার নিবার্চনে জাতীয় পাটির্ ২২টি আসন পাওয়ায় ৫০টি সংরক্ষিত আসন থেকে তাদের ভাগে পড়ছে ৩ দশমিক ৬৭টি অথার্ৎ চারটি নারী আসন।