পরিকল্পিত নগর হবে চট্টগ্রাম: মেয়র নাছির

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চসিক সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সিটি করপোরেশনের সঙ্গে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) চুক্তি সই অনুষ্ঠানে বক্তৃতা করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন Ñযাযাদি
যাযাদি ডেস্ক সরকার পযার্য়ক্রমে বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বৃহস্পতিবার চসিক সম্মেলন কক্ষে ফইল্ল্যাতলী বাজার কিচেন মাকের্ট নিমাের্ণর লক্ষ্যে সিটি করপোরেশনের সঙ্গে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চসিকের প্রধান নিবার্হী কমর্কতার্ মো. সামশুদ্দোহা ও বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, ২০ কোটি ৬৯ লাখ টাকায় ৩০ দশমিক ৮৪ গÐা জমির ওপর ১০ তলা ভিত্তির করে ৪ তলা ভবন নিমার্ণ করা হবে। যেখানে থাকবে পাকির্ং, কিচেন বাজার, দোকান, সুপারশপ, হেলথ কেয়ার সেন্টার, সুইমিং পুল ও অফিস। এর মধ্যে ৯০ শতাংশ বিশ্বব্যাংক অথার্য়ন করবে, ১০ শতাংশ দেবে চসিক। মেয়র বলেন, নগরজুড়ে বাজার বসছে। হকার উচ্ছেদ করছি। তারা রিকশাভ্যানে বাজার সাজিয়ে সড়কে জায়গা দখল করছে। যানজট সৃষ্টি হচ্ছে। জনদুভোর্গ বাড়ছে। তাই অ্যাকশনে যাচ্ছি আমরা। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার অনুমোদন দেয়া হয়েছে। রিকশাভ্যান শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, ভ্যানে কী কী পণ্য বিক্রি করতে পারবে তা নিধার্রণ করে দেয়া হবে। সময় ঠিক করে দেয়া হবে। তিনি বলেন, চট্টগ্রামে খেলার মাঠ কম। বাকলিয়ায় কণর্ফুলী নদীর তীরে স্পোটর্স কমপ্লেক্স নিমাের্ণর উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের পাশাপাশি সবাই উপকৃত হবে। সৈয়দ হাসিনুর রহমান বলেন, চসিকের উন্নয়ন সহযোগী হতে পেরে এমডিএফ গবির্ত। বিশ্বব্যাংকের টাকায় প্রকল্প বাস্তবায়নে সময় অত্যন্ত গুরুত্বপূণর্। এ বিষয়ে আমরা সচেষ্ট থাকব। যে গতিতে দৌড়ানোর কথা ছিল তার চেয়ে বেশি গতিতে দৌড়াতে হবে। একইসঙ্গে কাজের মানে আপস করা যাবে না। প্রকল্প সঠিক সময়ে সুন্দরভাবে সম্পন্ন হলে চসিকের আরও অনেক উন্নয়ন প্রকল্পে অথার্য়ন করবে বিশ্বব্যাংক। শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় চট্টগ্রাম খুব পরিচ্ছন্ন ছিল। জলাবদ্ধতা ছিল না। পরিকল্পিত নগরায়ন করলে চট্টগ্রাম সৌন্দযর্ ফিরে পাবে। অপরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা থাকবে না। বন্দরনগরী হিসেবে চট্টগ্রামের গৌরব অক্ষুণœ থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নিবার্হী কমর্কতার্ মো. সামশুদ্দোহা, সচিব আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কনের্ল মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, নিবার্হী প্রকৌশলী জসিম উদ্দিন, মনজুরুল ইসলাম তালুকদার, বিপ্লব দাশ প্রমুখ। চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, পরিবেশ ও পযর্টনবান্ধব করার লক্ষ্যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (সিআইপি) করা হয়েছে। এর আওতায় ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদে ৪৩ কোটি টাকায় ১৫ তলা ভিত্তির ওপর ৫ তলা মাল্টিপারপাস বহুতল বাণিজ্যিক কমপ্লেক্স নিমাের্ণর লক্ষ্যে ২০১৮ সালের ৮ নভেম্বর চুক্তি হয়েছে বিএমডিএফের সঙ্গে। এ ছাড়া ফিরিঙ্গিবাজারে ১৯ কোটি ৬৯ লাখ টাকায় ১০ তলা ভিত্তির ওপর ৩ তলা কিচেন মাকের্ট এবং ৩৫ নম্বর বক্সিরহাট ওয়াডের্র বাকলিয়ায় ৫৫ কোটি ৪৮ লাখ টাকায় ৬ একর জায়গায় স্পোটর্স কমপ্লেক্স নিমার্ণ প্রকল্পের চুক্তি সই হবে বিএমডিএফের সঙ্গে।