হাইটেক পাকের্র জমি পরিদশর্ন করলেন প্রযুক্তিমন্ত্রী

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সীতাকুÐ, বহদ্দারহাট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাইটেক পাকর্ নিমির্ত হলে প্রযুক্তিনিভর্র কমর্সংস্থান সৃষ্টির পাশাপাশি আইসিটি বিশ্বে বাংলাদেশের আয় বাড়ার সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। শুক্রবার চান্দগঁাও বিসিক শিল্প এলাকায় হাইটেক পাকর্ নিমাের্ণর জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রস্তাবিত জমি পরিদশর্নকালে মন্ত্রী এ মন্তব্য করেন। সকালে চট্টগ্রাম সাকির্ট হাউস থেকে মন্ত্রীকে নিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন চান্দগঁাও বিসিক শিল্প এলাকা এফআইডিসি রোড সংলগ্ন চসিকের নিজস্ব জমি পরিদশের্ন যান। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, হাইটেক পাকের্র জন্য চসিকের নিজস্ব জমি পাকর্ কতৃর্পক্ষকে দেয়া হচ্ছে। এ ছাড়া আগ্রাবাদে চসিকের নিজস্ব একটি মাকের্ট ঊধ্বর্মুখী সম্প্রসারণ করা হচ্ছে, যেখানে ষষ্ঠ থেকে দশম তলা পযর্ন্ত ফ্লোরে হাইটেক পাকর্ নিমার্ণ করবে কতৃর্পক্ষ। চট্টগ্রামে ৩টিসহ সারাদেশে ২৮টি হাইটেক পাকর্ স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ হাইটেক পাকর্ কতৃর্পক্ষ। ইতোমধ্যে গাজীপুর, যশোর, ঢাকার কাওরানবাজারে হাইটেক পাকর্ নিমার্ণকাজ সম্পন্ন হয়েছে।