সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ইয়াবার চালানসহ ৩ জন গ্রেপ্তার যাযাদি ডেস্ক কক্সবাজার থেকে ট্রাকে করে ইয়াবার চালান আনার সময় রোববার রাতে চট্টগ্রামে বন্দর থানার নিমতলা বিশ্বরোড থেকে ১৮ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার তিনজন হলেন মো. মোজাম্মেল (৩০), আবদুর রহিম (৪০) ও নুরুল ইসলাম (২৮)। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান জানান, তারা তিনজনই কক্সবাজার জেলার উখিয়া থানার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে রাতে নিমতলা বিশ্বরোড এলাকায় র‌্যাবের চেকপোস্ট বসানো হয়। তল্লাশি চালানোর সময় টেকনাফ থেকে ঢাকামুখী ওই ট্রাককে থামার সংকেত দিলে তারা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮ হাজার ২২৫টি ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক ৯১ লাখ ১২ হাজার টাকা। মানসিক রোগীর মরদেহ উদ্ধার যাযাদি ডেস্ক চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া লেক এলাকায় রেললাইনের পাশের ডোবা থেকে রোববার রাতে মো. ইকবাল (২৮) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইকবালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে। মিরসরাই থানার ওসি মো. জাহিদুল কবির বলেন, লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল। মহামায়া লেক এলাকায় রেললাইনের পাশের ডোবায় পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। স’মিল শ্রমিকের গলাকাটা লাশ যাযাদি ডেস্ক বাগেরহাটের মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতি বুরুজবাড়ি গ্রামের একটি ধানক্ষেত থেকে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কাবুল মোল্লা (৪৫) নামে এক স’মিল শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাবুল (৪৫) ওই গ্রামের গাফফার মোল্লার ছেলে। মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, স্থানীয়রা ধানক্ষেতে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের লোকজন গিয়ে কাবুলের মরদেহ শনাক্ত করেন। তবে হত্যাকাÐের কারণ এবং জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে। ফেনসিডিলসহ দুইজন আটক যাযাদি ডেস্ক দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে সোমবার সকাল ৮টার দিকে পাথরবোঝাই ট্রাক থেকে ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক সাইদুল ইসলাম (৩০) ও হেলপার পাইলট রহমানকে (২৩) আটক করা হয়েছে। ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থেকে পাথরবোঝাই একটি ট্রাক রানীগঞ্জ বাজারে পেট্রোল পাম্পের সামনে আসলে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিন থেকে ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ যাযাদি ডেস্ক মুন্সীগঞ্জ সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের গজারকান্দি গ্রামের আলুক্ষেত থেকে সোমবার বেলা সাড়ে ১১টায় অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুন্সীগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় এলাকার শহর আলী মাজার থেকে ওই যুবককে নিয়ে এসে এখানে হত্যা করে ফেলে রেখে গেছে দুবৃর্ত্তরা। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে। ফেনসিডিলসহ তিনজন আটক যাযাদি ডেস্ক যশোরের বেনাপোল সীমান্তে পাচারের সময় সোমবার ভোর ৪টা থেকে পৃথক অভিযান চালিয়ে ৮২০ বোতল ফেনসিডিলসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটকরা হলেন রুবেল (২২), তরিকুল ইসলাম (২২) ও মুজিবর (২৫)। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কনের্ল আরিফুল হক ও ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কনের্ল ইমরান উল্লাহ সরকার জানান, সীমান্ত পার হয়ে পাচারকারীরা বিপুল পরিমাণে মাদকদ্রব্য নিয়ে পুটখালী ও দৌলতপুর সীমান্তে অবস্থান করছেন। এ খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৮২০ বোতল ফেনসিডিলসহ তিন পাচারকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।