প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনীর বিদায়ী প্রধানের সাক্ষাৎ

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯, ১০:২৩

যাযাদি রিপোটর্
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর বিদায়ী প্রধান নিজামউদ্দিন আহমেদ। বুধবার সকালে গণভবনে এ বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। সফলতার সঙ্গে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌবাহিনী প্রধানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্বপালনকালে সব ধরনের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিজামউদ্দিন আহমেদ। এডমিরাল নিজামউদ্দিন আহমেদ নৌবাহিনীর ১৪তম প্রধান হিসেবে ২০১৬ সালের ২৭ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। আগামী ২৬ জানুয়ারি অবসরে যাচ্ছেন তিনি। গত ২০ জানুয়ারি নৌবাহিনীর প্রধান হিসেবে আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে নিয়োগ দেয়া হয়। তিনি অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। ২৬ জানুয়ারি নৌবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ২০২০ সালের ২৫ জুলাই পযর্ন্ত আওরঙ্গজেব চৌধুরীকে নৌবাহিনীর প্রধান পদে নিয়োগ দেয়া হয়েছে। ওষুধ কেনার আগ্রহ আফগানিস্তানের বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য জোরদার করার প্রত্যাশা জানিয়ে ওষুধ আমদানির ইচ্ছা প্রকাশ করেছেন আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত আবদুল কাইয়ুম মালিকজাদ। বুধবার সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আফগান দূত। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রেসসচিব বলেন, ‘বাংলাদেশের ওষুধের মান ভালো। নতুন রাষ্ট্রদূত বলেছেন, তারা বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চান।’ রপ্তানিতে বাংলাদেশের উদীয়মান খাত হিসেবে ওষুধ শিল্প আলোচনায় রয়েছে। দেশের চাহিদা মিটিয়েও বিশ্বের প্রায় ১৬০টি দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ। আফগানিস্তানের রাষ্ট্রদূত মনে করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে। সেই লক্ষ্যে দুই দেশের চেম্বার অব কমাসের্র মধ্যে সম্পকর্ জোরদার করার ওপর জোর দেন তিনি। পাশাপাশি কাবুলে বাংলাদেশের দূতাবাস পুরনায় চালু করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন মালিকজাদ।