মিজার্ ফখরুল সুন্দর করে মিথ্যা বলতে পারেন: তথ্যমন্ত্রী

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯, ১০:২৭

যাযাদি রিপোটর্
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর সজ্জন ব্যক্তি। তবে তিনি সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন। তিনি দলের মহাসচিব হিসেবে ব্যথর্ হয়েছেন। বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্সর্ ফোরামের উদ্যোগে আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। মঙ্গলবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব সম্পকের্ বলেন, ‘মিজার্ ফখরুল ইসলাম আলমগীর সজ্জন। মানুষ হিসেবেও ভালো।’ ওবায়দুল কাদেরের বক্তব্য টেনে তথ্যমন্ত্রী বলেন, ‘তাকে (মিজার্ ফখরুল) সজ্জন ব্যক্তি আমিও বলব। তবে তিনি সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন।’ আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে বিএনপি যদি অংশগ্রহণ না করে, তাহলে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি মহাভুল করবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, তিনি মনে করেন, দলীয়ভাবে অংশগ্রহণ না করলেও বিএনপির অনেক নেতাকমীর্ এই নিবার্চনে অংশগ্রহণ করবেন। নিবার্চন পযের্বক্ষণ নিয়ে বিদেশি পযের্বক্ষকদের অনুশোচনা বিষয়ে রয়টাসের্র প্রতিবেদন বিষয়ে সাংবাদিকরা তথ্যমন্ত্রীর কাছে জানতে চান। তিনি বলেন, ‘ওনারা তো জনসমক্ষে বলেছেন নিবার্চন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। এখন কার কথা থেকে, বক্তব্য নিয়ে, কোনো পত্রিকা প্রতিবেদন ছাপিয়েছে, তা অনুসন্ধান করা উচিত।’ নিবার্চন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘এ নিবার্চন বিএনপির জন্যই মহাবিপযর্য়।’ তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব নিবাির্চত হয়েছেন, এ জন্য তঁাকে অভিনন্দন। কিন্তু দলের মহাসচিব হিসেবে তিনি ব্যথর্ হয়েছেন, এটা বাস্তবতা। তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের আবাসনের জন্য ফ্ল্যাট নিমার্ণ করা হবে। এ ছাড়া নবম ওয়েজবোডর্ দ্রæত দেওয়ার জন্য কাজ চলছে বলে তিনি জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্সর্ ফোরামের সভাপতি শ্যামল সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।