হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়নি

প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি। অন্যদিকে, রোগটিতে এ সময়ে কেউ মারাও যায়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০ জনের মৃতু্য হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে সারা দেশে সর্বমোট ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৭ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।