ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রশ্ন সহজ হওয়ায় বাড়বে প্রতিযোগীর সংখ্যা

প্রকাশ | ০৬ মে ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেনু্যতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের দাবি, এবার প্রশ্ন কিছুটা সহজ হয়েছে। এতে করে প্রতিযোগীর সংখ্যা বাড়বে। অবশ্য বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব বলছেন, 'প্রশ্ন সহজ হোক বা কঠিন হোক ডেন্টালে প্রতিযোগিতা বেশ তীব্র।' স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, এ বছর ডেন্টালে ভর্তির জন্য ৩৭ হাজার ৫২৮ জন শিক্ষার্থী আবেদন করেন। সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। সেই হিসাবে আবেদনের সংখ্যা অনুযায়ী, এবার প্রতিটি আসনের বিপরীতে ৬৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। তবে ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৪০৫টি। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ১ হাজার ৯৫০টি। পরীক্ষার্থীরা বলছেন, এবার প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে। ফলে প্রতিযোগীর সংখ্যা বাড়বে। যে কারণে ভর্তি হওয়াটা চ্যালেঞ্জ হবে। রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্রে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে পরীক্ষা দিতে আসেন নূরে জান্নাত জ্যোতি। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, 'পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। তবে ক্যামিস্ট্রি আর ফিজিক্সের মধ্যে গাণিতিক প্রশ্ন বেশি এসেছে। কিন্তু পরীক্ষা দিয়ে মনে হচ্ছে আমার চান্স হবে। তবে প্রশ্ন কিছুটা সহজ হওয়ায় পাসের হার বেড়ে যেতে পারে। এক্ষেত্রে প্রতি সিটের জন্য প্রতিদ্বন্দ্বীর সংখ্যাও বেড়ে যাবে।' রাজধানীর মিরপুর থেকে পরীক্ষা দিতে আসা নুসরাত জাহান সংবাদ মাধ্যমকে বলেন, 'পরীক্ষা ভালো দিয়েছি। ১০০ নম্বরের মধ্যে ৮৫ নম্বর উত্তর দিয়েছি। কিন্তু পরীক্ষার কেন্দ্র থেকে বের হয়ে শুনছি সবার পরীক্ষাই ভালো হয়েছে। সবাই বলছে প্রশ্ন সহজ হয়েছে। দেখা যাক, অন্যদের মতো আমিও আশাবাদী।' পরীক্ষা দিতে আসা আহমাদ আনিফ নামক আরেক শিক্ষার্থী সংবাদ মাধ্যমকে বলেন, 'প্রশ্নটা অনেক সুন্দর হয়েছে। সব মিলিয়ে ৮৮টি প্রশ্নের উত্তর দিয়েছি, আশা করছি এর মধ্যেই চান্স হবে।' বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল সংবাদ মাধ্যমকে বলেন, 'ডেন্টাল ভর্তি পরীক্ষা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি একটি জাতীয় ও গুরুত্বপূর্ণ পরীক্ষা। ১২টি কেন্দ্রে ১৬টি ভেনু্যতে ৩৭ হাজার ৫২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে তিতুমীর কলেজ কেন্দ্রে ৬ হাজার ১৬৫ জন পরীক্ষা দিয়েছে। আমি মনে করি সার্বিকভাবে আমাদের প্রচেষ্টা সফল হয়েছে।' তিনি বলেন, 'আমরা প্রশ্ন দেখার কোনো সুযোগ পাইনি। প্রশ্ন সহজ হোক বা কঠিন হোক ডেন্টালে প্রতিযোগিতা বেশ তীব্র। মাত্র ৫৪৫টি আসনের বিপরীতে ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। অর্থাৎ প্রতি সিটের জন্য ৬৮ জন শিক্ষার্থী লড়ছে।'