সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মাদকবিরোধী অভিযানে ৪৪ জন গ্রেপ্তার যাযাদি রিপোটর্ রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পযর্ন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫১৬ গ্রাম ৮০৫ পুরিয়া হেরোইন, ৪৭০ গ্রাম গঁাজা ও ৬ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে। ট্রেনের ধাক্কায় ১ প্রকৌশলী নিহত যাযাদি ডেস্ক গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ট্রেনের ধাক্কায় মমিন উদ্দিন (৩২) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। মমিন গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগঁাও এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। মমিন জয়দেবপুরের হাজীপাড়া এলাকায় তার নিজস্ব ফ্ল্যাটে থাকতেন। তিনি সেলটেক নামে প্রতিষ্ঠানের বিএসসি প্রকৌশলী ছিলেন। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনে রেললাইনের পাশে দঁাড়িয়ে ছিলেন মমিন। এ সময় একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে যান। গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যাযাদি ডেস্ক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে হাত, মুখ ও পা বঁাধা অবস্থায় নাঈমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাঈমা বাগেরহাট জেলার দেলোয়ার মোল্লার মেয়ে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম জানান, সিদ্ধিরগঞ্জের নতুন বাজার এলাকায় ছোট ভাই আমিনুল ইসলামের বাসায় স্ত্রীকে নিয়ে শহিদুল ইসলাম বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকালে খাবারের জন্য আমিনুলের স্ত্রী খাদিজা বেগম ডাক দিতে গেলে হাত, মুখ ও পা বঁাধা অবস্থায় ঘরের আড়ার সঙ্গে নাঈমার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় জানালে পুলিশ গিয়ে নাঈমার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তার স্বামী শহিদুলকে আটক করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মাদকবিক্রেতাসহ ১১২ জন আটক যাযাদি ডেস্ক খুলনা জেলা ও মহানগর পুলিশের অভিযানে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পযর্ন্ত ২৪ ঘণ্টায় জেলার নয় ও মহানগরের আট থানা এলাকা থেকে মাদকবিক্রেতাসহ ১১২ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান বলেন, জেলা পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৯ জন মাদকবিক্রেতাসহ ৫৮ জনকে আটকের পরে আদালতে সোপদর্ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৬৪ পিস ইয়াবা ও ২৭ গ্রাম গঁাজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনে সাতটি মামলা দায়ের করা হয়েছে। কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, মহানগর পুলিশের অভিযানে মহানগরের আট থানা এলাকা থেকে ১১ জন মাদকবিক্রেতাসহ ৫৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ৮০ গ্রাম গঁাজা উদ্ধার করা হয়। মহাসড়কের পাশে যুবকের মরদেহ যাযাদি ডেস্ক নাটোর সদর উপজেলার গাজীর বিল এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশ থেকে বৃহস্পতিবার সকালে মো. ওয়াসিম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওয়াসিম সদর উপজেলার হয়বতপুর দেওয়ানপাড়ার মতিউর রহমানের ছেলে। হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফঁাড়ির ইনচাজর্ এসআই মো. মোজাম্মেল হক জানান, সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মগের্ পাঠায়। ফজরের আজানের সময়ও ওয়াসিম নিজের ঘরেই ছিলেন। কখন, কীভাবে তিনি বাড়ি থেকে বের হন কেউ বলতে পারছেন না। তবে সড়ক দুঘর্টনায় তার মৃত্যু হয়নি। ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক যাযাদি ডেস্ক মৌলভীবাজার শহরের বেরিরচর এলাকা থেকে বুধবার রাতে ১০০ পিস ইয়াবাসহ মুজিবুর রহমান জিতু (২৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। জিতু মৌলভীবাজার পৌর এলাকার বেরিরচর এলাকার ফরকিত মিয়ার ছেলে। মৌলভীবাজার মডেল থানার ওসি সুহেল আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ জিতুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।