সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মাদকবিরোধী অভিযানে ৪৭ জন গ্রেপ্তার যাযাদি রিপোটর্ মাদক সেবন ও বিক্রির অভিযোগে রাজধানীতে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ শুক্রবার সকাল পযর্ন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, এসব অভিযানে ১০ হাজার ৫৩০টি ইয়াবা, কিছু হেরোইন, গঁাজা ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে। প্রতিপক্ষের আঘাতে কৃষকের মৃত্যু যাযাদি রিপোটর্ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘিরপাড় খালপাড় এলাকায় শুক্রবার সকালে প্রতিপক্ষের টচর্লাইটের আঘাতে শেখ মো. হাফিজ (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। হাফিজ একই এলাকার শেখ আব্দুল হালিমের ছেলে। নবাবগঞ্জ থানার এসআই আবুল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে দিঘিরপাড় খালপাড় এলাকায় ইরি প্রজেক্টে জমিতে পানি দেয়া নিয়ে একই গ্রামের বাসিরের (৫০) সঙ্গে হাফিজের কথা কাটাকাটি হয়। একপযাের্য় বাসির হাতে থাকা টচর্লাইট দিয়ে হাফিজের মাথায় আঘাত করলে হাফিজ আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। শুক্রবার সকাল ৮টার দিকে জমি দেখতে গিয়ে হাফিজ মাথা ঘুরে পড়ে যান। স্থানীয়রা হাফিজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোটর্ হাসপাতাল মগের্ পাঠায়। অটোরিকশা চালক খুন যাযাদি ডেস্ক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ঠাকুরদীঘি পদ্মবিল এলাকা থেকে শুক্রবার সকাল ১০টার দিকে মো. আবদুল মোনাফ (৪৫) নামে এক সিএনজি অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে। আবদুল মোনাফ পদুয়া ধলিরবিলা এলাকার ফজলু মিয়ার ছেলে। লোহাগাড়া থানার ওসি সাইফুল ইসলাম জানান, সিএনজি অটোরিকশা চালক আবদুল মোনাফকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার মাথায় কোপের আঘাত রয়েছে। গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে। রাতে বা ভোরে কোনো একসময় তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। বিদেশি মদসহ যুবক আটক যাযাদি ডেস্ক রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজগ্রাম পূবর্পাড়া এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ৭২ বোতল বিদেশি মদসহ রাজিব আলী (৩০) নামে এক যুবককে আটক করেছেন র‌্যাব-৫। রাজিব রাজশাহী মহানগরের কাপাশিয়া এলাকার জিয়াদ আলীর ছেলে। র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিনগত রাতে র‌্যাবের একটি দল ৭২ বোতল বিদেশি মদসহ রাজিবকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে রাজিবকে থানায় সোপদর্ করা হয়েছে। এ ঘটনায় রাজিবের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা হয়েছে। ১২ হাজার ইয়াবাসহ দুইজন আটক যাযাদি ডেস্ক কক্সবাজারের রামু উপজেলার তুলাবাগান এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ১২ হাজার পিস ইয়াবাসহ ইসমাইল হোসাইন মিন্টু (৩৯) ও আসমা আক্তার সানিয়া (৩২) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তাদের বাড়ি নড়াইলে বলে জানিয়েছে পুলিশ। তুলাবাগান হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার সামনে থেকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ এক নারীসহ দুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা। মাদক বিক্রেতাসহ ৮৪ জন গ্রেপ্তার যাযাদি ডেস্ক খুলনা জেলা ও মেট্রোপলিটন পুলিশের অভিযানে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পযর্ন্ত ২৪ ঘণ্টায় মাদক বিক্রেতাসহ ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা জেলার নয় থানা ও মহানগরীর আট থানা এলাকা থেকে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান বলেন, খুলনা জেলা পুলিশের নিয়মিত অভিযানে ১০ মাদক বিক্রেতাসহ মোট ৪৬ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গঁাজা ও ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। কেএমপির অতিরিক্ত উপকমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, পুলিশের অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ৩৯ পিস ইয়াবা, ৫০ গ্রাম গঁাজা, দুই বোতল ফেনসিডিল, একটি দেশীয় শাটারগান ও দুই রাউন্ড রাইফেলের গুলিসহ মোট ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।