সার্ক চেম্বারের দায়িত্ব নিলেন এফবিসিসিআই সভাপতি

প্রকাশ | ২৭ মে ২০২৩, ০০:০০

যাযাদি রিপোর্ট
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য দেশগুলোর শীর্ষ বাণিজ্য সংগঠন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) ২০২৩-২৪ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এসসিসিআইর সভাপতির দায়িত্ব নেন তিনি। অনুষ্ঠানে অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ. কে. আবদুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতি ইরফান ইকবাল শেখ, সার্ক সিসিআই (শ্রীলঙ্কা) এর সাবেক সভাপতি মিকি হাশিম, রুয়ান এদিরিঙ্গে, সার্ক সিসিআইর (পাকিস্তান) সহ-সভাপতি আঞ্জুম নিসার, মালদ্বীপের সাবেক মন্ত্রী মরিয়ম শাকিলা, সার্ক সিসিআইর (নেপাল) ভাইস প্রেসিডেন্ট এবং নেপাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফএনসিসিআই) সাবেক সভাপতি চন্ডি রাজ ঢাকাল, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় বসু, আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য জানাকা সিদ্দিকী, এফবিসিসিআইর সহ-সভাপতি, পরিচালক এবং বাংলাদেশ ও সার্কভুক্ত দেশের ব্যবসায়ী নেতারা ছিলেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ. কে. আবদুল মোমেন বলেন, 'দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম দ্রম্নত বর্ধনশীল অর্থনৈতিক অঞ্চলগুলোর একটি। অনেক সম্ভাবনা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আমরা বিদ্যমান সুযোগগুলোকে কাজে লাগাতে পারছি না।' পররাষ্ট্র মন্ত্রী বলেন, 'ব্যবসায়ী সম্প্রদায়ের ঘনিষ্ঠ অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বড় ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে ট্যারিফ এবং নন-ট্যারিফ বাধা কমিয়ে আনতে হবে। আমি আশা করি সার্ক চেম্বার এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।' অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, 'দক্ষিণ এশিয়ায় বিপুল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কিছু কৃত্রিম রাজনৈতিক বাধার কারণে অগ্রসর হতে পারছি না। দক্ষিণ এশীয় অঞ্চলকে সমৃদ্ধশালী করতে আমাদের এই সমস্যার সমাধানে পৌঁছতে হবে।' এসসিসিআইর নেতৃত্ব বুঝে নেওয়ার পর এফবিসিসিআইর বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, 'দক্ষিণ এশিয়ার বৈচিত্র্যময় সম্পদ এবং দক্ষ জনবলের অভূতপূর্ব সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলটি বিশ্বে দ্রম্নত বর্ধনশীল রপ্তানিকারক অঞ্চল। তবে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বেশকিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে।' দক্ষিণ এশীয় অঞ্চলে আন্তঃবাণিজ্যের হার এই অঞ্চলের মোট বাণিজ্যের মাত্র ৫-৭ ভগের মতো। উপরন্তু প্রতি বছর এটি হার আরও কমছে। অন্যদিকে অন্য আঞ্চলিক জোটের মধ্যে বাণিজ্য দিন দিন সম্প্রসারিত হচ্ছে বলে উলেস্নখ করেন মো. জসিম উদ্দিন।