সব প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল করার দাবি

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
কমর্স্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য গণমাধ্যমসহ সব প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল করার দাবি জানিয়েছে একটি সংগঠন। ‘#মিটু বাংলাদেশ’ নামে নতুন এই সংগঠনটি রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায়। যৌন নিপীড়ন প্রতিরোধে ২০১০ সালে উচ্চ আদালতের দেয়া নিদের্শনার কথা উল্লেখ করে #মিটু বাংলাদেশের সংগঠক সাংবাদিক সাজেদা হক বলেন, “আইনটি এমনিতেই আছে। এখন কেবল কাযর্কর করা বাকি। ‘আমরা অনুরোধ করব, প্রচলিত আইন মেনে প্রতিটি গণমাধ্যমসহ সব পেশা ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল তৈরি করা হোক।’ তিনি বলেন, ‘সব ধরনের নিপীড়ন বন্ধে আমাদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই। যৌন নিপীড়ক এবং তাদের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারলে এমন ধরনের অপরাধ কমে আসবে। প্রতিষ্ঠান যৌন নিপীড়নকে সমথর্ন না করলে কত দ্রæত এ নিয়ে ব্যবস্থা নেয়া সম্ভব হয়, তার দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে একুশে টেলিভিশন কতৃর্পক্ষ।’ উন্নয়নকমীর্ মুশফিকা লাইজু এ সময় বলেন, ‘আমাদের দেশে আইন আছে, কিন্তু এর প্রয়োগ নেই। তাই আমরা অনুরোধ করব নারীদের নিরাপত্তার স্বাথের্ এই সেল গঠন এখন সময়ের দাবি।’ বাবার দ্বারা ’ধষের্ণর শিকার’ এক কিশোরীর মা অনুষ্ঠানে বলেন, তার সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা করতে গেলেও থানা পুলিশ টালবাহানা করেছিল। সাবেক ওই সেনা কমর্কতার্ তাকে নানা রকম হুমকি দিচ্ছে। এই ঘটনার বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চান তিনি। সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. তাজুল ইসলাম, একুশে টেলিভিশনের সাংবাদিক মিনালা দিবা ও সাংবাদিক নুসরাত জাহান বক্তব্য দেন।