যাত্রাবাড়ীর নারী খুনে এক তরুণকে সন্দেহ

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ঢাকার যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালীর একটি বাসায় এক নারী খুনে ওই বাসায় থাকা এক তরুণকে সন্দেহ করছে পুলিশ। রোববার রাতে সালমা বেগম (৪০) নামে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় রাবেয়া (৩০) নামে আরেক নারীকেও আহত অবস্থায় পাওয়া যায়। প্রথমে রাবেয়াকে সালমার ননদ বলা হলে পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, তারা পরস্পরের আত্মীয় নয়। সালমার বাড়ি শরীয়তপুরে, রাবেয়ার বাড়ি মাদারীপুরে। ডিএমপির ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. ইফতেখারুল ইসলাম বলেন, ফোরকান (১৮) নামে এক তরুণই এই হত্যাকাÐ ঘটিয়েছে বলে তারা মনে করছেন। তিনি বলেন, ‘সালমা ও রাবেয়ার সঙ্গে ফোরকান থাকত। রাবেয়া বলেছে, ফোরকান তাদের বিভিন্ন কাজকমর্ করে দিত। দুদিন আগে সালমার সঙ্গে ফোরকানের ঝগড়া হয়। রোববার সন্ধ্যায়ও ঝগড়া হয়েছিল। তখন ফোরকান হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।’ ছয়তলা ভবনের চারতলার ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন সালমার স্বামী পরিচয় দিয়ে আবুল কালাম নামে এক ব্যক্তি। ওই কালামও সালমার স্বামী নন বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। এদিকে এ ঘটনায় সোমবার সকালে অভিযুক্ত কয়েকজনকে আসামি করে যাত্রবাড়ী থানায় মামলা করেছে নিহতের পরিবার। এছাড়া রাবেয়া নামে অপর একজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভতির্ করা হয়েছে।