সুস্থ হয়ে উঠছেন মেনন

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রাশেদ খান মেনন
প্রাতঃভ্রমণে গিয়ে পিছলে পড়ে বঁা পায়ের গোড়ালি ভেঙে হাসপাতালে ভতির্ থাকা সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়াকার্সর্ পাটির্র সভাপতি রাশেদ খান মেনন সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কমর্কতার্ মো. মাইদুল ইসলাম প্রধান জানান, গত ১০ জুলাই সফল অস্ত্রোপচারের পর খুব দ্রæতই সুস্থ হয়ে উঠছেন সমাজকল্যাণমন্ত্রী। শনিবার থেকেই সকাল ও সন্ধ্যা দুই বেলা স্ক্রাচে ভর দিয়ে ৪-৫ মিনিট করে হাসপাতালে নিজ কেবিনেই পঁায়চারি করা শুরু করেছেন। এ প্রসঙ্গে মন্ত্রী এক বিবৃতিতে জানান, অপারেশনের কারণে পায়ে প্রচÐ ব্যথা থাকলেও সবার দোয়া ও প্রাথর্নায় সকাল-সন্ধ্যায় স্ক্রাচে ভর দিয়ে রুমের মধ্যেই ৩-৪ মিনিট করে হঁাটতে চেষ্টা করছি। গত ৫ জুলাই সমাজকল্যাণমন্ত্রী প্রাতঃভ্রমণে নিজ বাসভবনে পঁায়চারি করার সময় পিছলে গিয়ে বঁা পায়ের হাড় ভেঙে গেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভতির্ করা হয়। বতর্মানে তিনি হাসপাতালটির চিকিৎসক ভিনু ম্যাথুউ চেরিয়ানের তত্ত¡াবধানে চিকিৎসাধীন।