হাতিরঝিলে রাজউকের উচ্ছেদ অভিযান

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রাজধানীর দক্ষিণ বাড্ডা দারোগাবাড়ি মোড়-সংলগ্ন হাতিরঝিলের অংশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও বিভিন্ন স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কতৃর্পক্ষ (রাজউক)। রোববার দুপুরে চালানো এই অভিযানে প্রায় ১৫টির মতো দোকানসহ অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়। রাজউকের নিবার্হী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের তত্ত¡াবধানে এই অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের পরিচালক (রাজউক) জামাল আক্তার ভ‚ঁইয়া বলেন, হাতিরঝিলের সৌন্দযর্বধর্ন কাজের লক্ষ্যে প্রায় এক একর ১৩ শতাংশ এই জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদের জন্য আগে থেকেই তাদের নোটিশ দেয়া হয়েছিল। এ ছাড়া তাদের ক্ষতিপূরণও বুঝিয়ে দেয়া হয়েছে। অভিযানকালে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়টি জানিয়ে অনেক আগে থেকেই চিঠি দিয়েছে কতৃর্পক্ষ। এ পরিপ্রেক্ষিতে তারা আগেই সব মালামাল সরিয়ে নিয়ে জায়াগা ফঁাকা করে দিয়েছে। যে কারণে রোববার এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। উচ্ছেদ অভিযানে নিবার্হী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ছাড়াও রাজউকের কমর্কতার্ ও আঞ্চলিক কমর্কতার্রা উপস্থিত ছিলেন।