১৮ এপ্রিলের মধ্যে ডেসটিনির মামলা নিষ্পত্তির নিদের্শ

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
আগামী বছরের ১৮ এপ্রিলের মধ্যে ডেসটিনি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ অন্যদের বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তির নিদের্শ দিয়েছেন হাইকোটর্। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড. কে এম হাফিজুল আলমের হাইকোটর্ বেঞ্চ রোববার এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটনির্ জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। পরে আমিন উদ্দিন মানিক জানান, দুদকের এক আবেদনের পর ২০১৬ সালের ৩১ আগস্ট এক আদেশে হাইকোটর্ একবছরের মধ্যে বিচারিক আদালতে মামলাটি নিষ্পত্তির নিদের্শ দিয়েছিলেন। তবে এর মধ্যে শেষ না হওয়ায় গত ২৪ জুন সংশ্লিষ্ট আদালতের বিচারক সুপ্রিম কোটের্র রেজিস্ট্রার জেনারেলের কাছে একটি স্মারক পাঠান। ‘বিশেষ মামলা নং ১৭/২০১৬ নিষ্পত্তির লক্ষ্যে সময় বধির্তকরণ প্রসঙ্গে’ শীষর্ক সেই স্মারকে বলা হয়, ‘২০১৬ সালের ৩১ আগস্ট হাইকোটর্ বিভাগ আদেশপ্রাপ্তির তারিখ থেকে একবছরের মধ্যে এই মামলাটির বিচার কাযর্ক্রম শেষ করার নিদের্শ দেন। ‘মামলাটি সাম্প্রতিককালে ডেসটিনি মাল্টিপারপাস কোম্পানি লিমিটেড আত্মসাৎ করা মানিলন্ডারিং এবং অত্যন্ত চাঞ্চল্যকর বড় মামলা। মামলাটিতে ইতোমধ্যে আসামিদের বিরুদ্ধে চাজর্ গঠিত হয়েছে এবং মোট তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। মামলাটির চাজির্শটে মোট ২১৯ জন সাক্ষীর নাম রয়েছে। ফলে সাক্ষ্যগ্রহণ অন্তে মামলাটি চ‚ড়ান্তভাবে নিষ্পত্তির জন্য আরও কমপক্ষে একবছর সময় বাড়ানো প্রয়োজন’। খুরশীদ আলম খান বলেন, এ বিষয়টি রেজিস্ট্রার জেনারেল প্রধান বিচারপতির দৃষ্টি আকষের্ণর পর তিনি সংশ্লিষ্ট বেঞ্চে পাঠান। রোববার আদালত বিষয়টি নিয়ে আমার বক্তব্য জানতে চেয়েছেন। আমি যতটুকু জানি ততটুকু বলেছি। এরপর আদালত ১৮ এপ্রিলের মধ্যে মামলাটি নিষ্পত্তির নিদের্শ দিয়েছেন। ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় এ মামলা করে দুদক।